কমিশনের চেয়ারম্যান ও তিন কমিশনারের পদত্যাগ দাবিতে ডাকা সংবাদ সম্মেলনে তিনি কর্মবিরতির ঘোষণা দিয়েছিলেন।
Published : 11 Mar 2025, 12:38 AM
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক মাহবুবুল আলম পদত্যাগ করেছেন।
সোমবার আগারগাঁওয়ে বিএসইসির প্রধান কার্যালয়ে গিয়ে তিনি চেয়ারম্যানের কাছে লিখিত পদত্যাগপত্র জমা দেন বলে কমিশনের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন।
ওই কর্মকর্তা বলেন, “ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি (মাহবুবুল আলম) পদত্যাগ করেছেন। আজ তিনি শেষ অফিস করেছেন।"
গত ৪ মার্চ আরেক নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত নেয় বিএসইসি। এ নিয়ে পরের দুই দিন সেখানে আন্দোলন করেন কর্মকর্তা-কর্মচারীদের একটা অংশ।
অবসরে পাঠানোর সিদ্ধান্ত প্রত্যাহারসহ পাঁচ দাবিতে গত বুধবার তারা চেয়ারম্যান ও কমিশনারদের অবরুদ্ধ করে রাখেন। পরে সেনা নিরাপত্তায় কমিশন সদস্যরা কার্যালয় ছাড়েন।
পরের দিন (৬ মার্চ) কমিশনের চেয়ারম্যান ও তিন কমিশনারের পদত্যাগের দাবি জানাতে সংবাদ সম্মেলন ডাকেন কর্মচারীরা। সেখানে দাবি আদায়ে কর্মবিরতি কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন মাহবুবুল আলম।
এরপর বিএসইসির একাধিক নির্বাহী পরিচালকসহ ১৬ জনের নামে নাশকতার মামলা হলে পরিস্থিতি পাল্টে যায়। কোনোরকম আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই কর্মবিরতি বাদ দিয়ে রোববার কাজে ফেরেন আন্দোলনকারীরা।
১৬ আসামির তালিকায় নির্বাহী পরিচালক মাহবুবুল আলমের নামও রয়েছে। রোববার এ মামলায় তিনিসহ সাতজন জামিন পান। পরের দিন জামিন পান আরও ছয়জন।
শেরেবাংলা নগর থানার এ মামলায় বাদী হয়েছেন কমিশন চেয়ারম্যানের ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী।
আরও পড়ুন
'দুঃখজনক' ঘটনায় সব কর্মী জড়িত নন: রাশেদ মাকসুদ
কমিশন অবরুদ্ধ: বিএসইসির ১৩ কর্মকর্তার জামিন
কোনো অন্যায় দাবির কাছে মাথা নত করব না: বিএসইসি চেয়ারম্যান