এর আগে তিনবার দেশটিতে পাঠানো অভিবাসীদের রোম আদালতের নির্দেশে ফেরত নিয়ে আসা হয়েছিল।
Published : 01 Apr 2025, 02:18 AM
অবৈধভাবে ইতালিতে প্রবেশ বন্ধ করতে ও দেশটিতে থাকা অনিয়মিত অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠাতে আবারো আলবেনিয়ায় অভিবাসী পাঠানোর প্রক্রিয়া চালু করতে যাচ্ছে দেশটির সরকার।
যদিও বিগত দিনে পরপর তিনবার দেশটিতে পাঠানো অভিবাসীদের রোম আদালতের নির্দেশে ফেরত নিয়ে আসা হয়েছিল। তবে এবার ইইউ ও ইতালি আদালতের ‘নিয়ম মেনে ভিন্ন প্রক্রিয়ায়’ তাদের আলবেনিয়ায় হস্তান্তর করা হবে বলে জানায় মেলোনি সরকার।
শুক্রবার দেশটির মন্ত্রী পরিষদের জারি করা নতুন একটি নিয়মে এসব কথা জানানো হয় বলে ‘লা রিপাবলিকা’ ও ‘লা স্তাম্পা’-সহ দেশটির মূলধারার বেশকিছু গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে।
এতে বলা হয়েছে, বিগত দিনে ভূমধ্যসাগর থেকে উদ্ধার হওয়া অভিবাসীদের মধ্যে ‘নিরাপদ দেশের নাগরিকদের’ আশ্রয় আবেদন দ্রুত সময়ের মধ্যে নিষ্পত্তি করে নিজ দেশে ফেরত পাঠানোর জন্য ইতালির অর্থায়নে নির্মিত আলবেনিয়ার জাদির ও শেনজিন শহরের দুটি আশ্রয়কেন্দ্রে পাঠানো হত। তবে এই প্রক্রিয়াকে অবৈধ বলে রায় দেয় রোমের আপিল বিভাগ।
তাই এখন থেকে ইতালিতে থাকা অনিয়মিত অভিবাসীদের মধ্যে যাদের আশ্রয় আবেদন নিষ্পত্তি হয়ে গেছে এবং দেশটিতে থাকার অনুমতি পায়নি, তাদেরকেই আলবেনিয়ায় পাঠানো হবে। এছাড়া বিভিন্ন কারণে যাদের ইতালি ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে, তারাও এই তালিকায় থাকবে বলে জানায় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এ বিষয়ে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি এক সংবাদ সম্মেলনে বলেন, “ইতোমধ্যে আমাদের অর্থায়নে আলবেনিয়ায় দুটি আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হয়েছে। সাময়িকভাবে কিছু আইনি জটিলতায় সেখানে অভিবাসীদের পাঠানো বন্ধ থাকলেও খুব দ্রুত আমরা তা ভিন্ন প্রক্রিয়ায় চালু করতে যাচ্ছি।”
মন্ত্রী জানান, বিগত দিনে যেসব অভিবাসীদের ইতালিতে ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে এবং যাদের আশ্রয় আবেদন বাতিল হয়েছে, আপাতত তাদের আমরা নিজ দেশে পাঠানোর আগে আলবেনিয়ায় স্থানান্তর করা হবে। সুতরাং আলবেনিয়া প্রোজেক্ট আবারো চালু হচ্ছে এবং ইইউ আদালতের নিয়ম মেনেই সব কার্যক্রম পরিচালনা করা হবে।
তবে সরকারের এই নতুন নিয়মের সমালোচনা করেছে দেশটির বিভিন্ন মানবাধিকার সংগঠন। তাদের মতে, “একজন অভিবাসীকে তার ইচ্ছার বিরুদ্ধে অন্য দেশে স্থানান্তর করা অভিবাসীদের ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপের শামিল।”
এ বিষয়ে দেশটির প্রধানমন্ত্রী জর্জা মেলোনি বলেন, “আমাদের নতুন এই আইনটি ইউরোপীয় ইউনিয়নের অভিবাসন নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। আমাদের এই প্রক্রিয়ার সাথে ইইউর অনেক সদস্য দেশ সমর্থন জানিয়েছে। এছাড়া তারাও এখন আলবেনিয়ায় তাদের দেশে থাকা অবৈধ অভিবাসীদের পাঠানোর কথা ভাবছে।”
ভূমধ্যসাগর পেরিয়ে ইতালিতে প্রবেশ করা নিরাপদ দেশের নাগরিকদের গত বছর ১৬ অক্টোবর ১৬ জন, ৮ নভেম্বর ৮ জন এবং এ বছরের ২৮ জানুয়ারি ৪৯ জনকে আলবেনিয়ায় পাঠায় ইতালি সরকার। তবে পরবর্তীতে রোম আদালতের নির্দেশে তাদের সবাইকে আলবেনিয়া থেকে ইতালিতে ফিরিয়ে আনা হয়।
যেসব দেশে যুদ্ধ নেই বা দেশত্যাগের মতো কোন পরিস্থিতি তৈরি হয়নি সেসব দেশকে ‘নিরাপদ দেশ’ হিসেবে তালিকাভুক্ত করেছে ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ তালিকায় বাংলাদেশ ও মিসরসহ ১৩টি দেশ রয়েছে।