এর ফলে ‘মেঘনা পে’ গ্রাহকরা ‘আকিজ ফেয়ার ভ্যালু'র যে কোনো বিক্রয়কেন্দ্রে কেনাকাটায় ইন্সট্যান্ট পেমেন্ট সুবিধা 'স্ক্যান অ্যান্ড পে' ব্যবহার করে মূল্য পরিশোধ করতে পারবেন।
Published : 30 Mar 2025, 06:49 PM
আকিজ ফেয়ার ভ্যালু সুপারশপ গ্রাহকদের ‘ডিজিটাল-পে’ সেবা দিতে মেঘনা ব্যাংকের সঙ্গে একটি সেবা সহায়তা চুক্তি করেছে আকিজ ভেঞ্চার গ্রুপ।
এর ফলে ‘মেঘনা পে’ গ্রাহকরা ‘আকিজ ফেয়ার ভ্যালু'র যে কোনো বিক্রয়কেন্দ্রে কেনাকাটায় ইন্সট্যান্ট পেমেন্ট সুবিধা 'স্ক্যান অ্যান্ড পে' ব্যবহার করে মূল্য পরিশোধ করতে পারবেন।
সম্প্রতি ঢাকার গুলশানে মেঘনা ব্যাংকের প্রধান কার্যালয়ে আকিজ ভেঞ্চার গ্রুপের সঙ্গে এই সেবা চুক্তি স্বাক্ষরিত হয় বলে রোববার ব্যাংকের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক কিমিয়া সাদাত বলেন, "নগদ লেনদেনে ‘ডিজিটাল পে’ এখন সময়ের দাবি। ক্যাশলেস প্রজন্মের সক্রিয় সহযোগী হিসেবে মেঘনা ব্যাংক সব সময়ই ডিজিটাল ব্যাংকিংয়ে প্রাধান্য দিয়ে আসছে। ‘মেঘনা পে’ আমাদের এ কার্যক্রমেরই একটি অংশ।”
আকিজ ভেঞ্চার গ্রুপের সিএফও মোখলেছুর রহমান আখতার বলেন, "গ্রাহকদের ক্যাশলেস গ্রোসারি অভিজ্ঞতা প্রদানের জন্য আমরা বেশ কিছু ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করছি। মেঘনা ব্যাংকের মার্চেন্ট পে সার্ভিস আমাদের ডিজিটালাইজেশন টার্গেটে পৌঁছাতে সম্যক সহায়ক হবে বলে আমরা আশা করছি।"