অফারটি ঈদের দিনসহ আগে ও পরের তিন দিন পাওয়া যাবে।
Published : 30 Mar 2025, 08:13 PM
রোজার ঈদের ছুটির তিন দিনে আন্তর্জাতিক ফ্লাইট বুকিংয়ে ২০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে অনলাইন ট্রাভেল এজেন্সি ’ফার্স্টট্রিপ’।
অফারটি ঈদের দিনসহ আগে পরের তিন দিন পাওয়া যাবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার বলেছে কোম্পানিটি।
এতে বলা হয়েছে, ধামাকা অফারের আওতায় কাঠমাণ্ডু, কুয়ালালামপুর, কলম্বো, মালদ্বীপ ও সিঙ্গাপুরের মত জনপ্রিয় গন্তব্য এ অফারের অন্তর্ভুক্ত রয়েছে।
ফার্স্টট্রিপের অ্যাপ ও ওয়েবসাইটে এক্সক্লুসিভ কুপন কোড FTEID20 ব্যবহার করে অফারটি সীমিত সময়ের জন্য পাওয়া যাবে।
কোম্পানির মার্কেটিং প্রধান মীর তাজমুল হোসেন বলেন, “আমাদের গ্রাহকরা সর্বদা আমাদের প্রিমিয়াম সেবার উপর ভরসা করেন। এই ঈদে আমরা বিশেষ ছাড়ের মাধ্যমে তাদেরকে শীর্ষস্থানীয় গন্তব্যগুলোতে আরও সাশ্রয়ী মূল্যে ভ্রমণের সুযোগ করে দিচ্ছি।”