স্থিতির সীমা ৩ লাখ থেকে বাড়িয়ে করা হয়েছে ৫ লাখ টাকা।
Published : 28 Mar 2025, 10:31 PM
এখন থেকে একজন গ্রাহক তার বিকাশ অ্যাকাউন্ট থেকে দৈনিক সর্বোচ্চ ৫০ হাজার টাকা এবং মাসে সর্বোচ্চ তিন লাখ টাকা ‘সেন্ড মানি’ করতে পারবেন।
‘ক্যাশ ইন’ সীমাও বাড়িয়েছে বিকাশ। এখন থেকে দৈনিক সর্বোচ্চ ৫০ হাজার টাকা এবং মাসে সর্বোচ্চ ৩ লাখ টাকা ক্যাশ ইন করা যাবে।
এতদিন একজন গ্রাহক দৈনিক সর্বোচ্চ ২৫ হাজার এবং মাসে সর্বোচ্চ ২ লাখ টাকা পাঠাতে পারতেন।
আর ক্যাশ ইন করা যেত দৈনিক সর্বোচ্চ ৩০ হাজার টাকা; আর মাসে সর্বোচ্চ ২ লাখ টাকা।
এমএফএসে দৈনিক ও মাসিক লেনদেনের সীমা বাড়িয়ে বৃহস্পতিবার একটি প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট।
কেন্দ্রীয় ব্যাংকের এমন সিদ্ধান্তের পরের দিন শুক্রবার এক বিজ্ঞপ্তিতে বিকাশ বলেছে, এতদিন ক্যাশ আউটের দৈনিক সীমা ছিলো ২৫ হাজার টাকা আর মাসে ছিল সর্বোচ্চ ১ লাখ ৫০ হাজার টাকা।
এখন থেকে দৈনিক সর্বোচ্চ ৩০ হাজার টাকা এবং মাসে সর্বোচ্চ ২ লাখ টাকা তোলা যাবে। আগে দিনে সর্বোচ্চ তোলা যেত ২৫ হাজার; মাসে দেড় লাখ।
বিকাশ অ্যাকাউন্টে স্থিতির সীমাও ৩ লাখ টাকা থেকে ৫ লাখ টাকা করা হয়েছে। অর্থাৎ, এখন একজন গ্রাহক তার অ্যাকাউন্টে সর্বোচ্চ ৫ লাখ টাকা জমা রাখতে পারবেন।