আগের সব রেকর্ড ভেঙে বিশ্বের সবচেয়ে দীর্ঘ সড়ক ও রেল সুড়ঙ্গ হবে এটি। এতে ভ্রমণের সময় কমবে।
Published : 23 Apr 2025, 09:34 PM
বাল্টিক সাগরের তল দিয়ে ইউরোপের দেশ ডেনমার্ক ও জার্মানির মধ্যে তৈরি করা হচ্ছে একটি সুড়ঙ্গ। আগের সব রেকর্ড ভেঙে দিয়ে বিশ্বের সবচেয়ে দীর্ঘ সুড়ঙ্গ হবে এটি।
১৮ কিলোমিটার (১১ মাইল) দীর্ঘ এই সড়ক ও রেল সুড়ঙ্গ ভ্রমণের সময় কমিয়ে দেবে এবং ইউরোপের বাদবাকি অংশের সঙ্গে স্ক্যান্ডিনেভিয়ান দেশ ডেনমার্কের যোগাযোগেরও উন্নয়ন ঘটাবে। সুড়ঙ্গটির অংশগুলো আগেই তৈরি করা হয়েছে।
মোট ৮৯টি আগে থেকে তৈরি অংশ জুড়ে সুড়ঙ্গটি তৈরি করা হচ্ছে৷ দুটি টিউবে ট্রেন ও দুটিতে গাড়ি চলবে৷ বিশাল অংশগুলো সমুদ্রে ডুবিয়ে একটির সঙ্গে অন্যটি জোড়া দেওয়া হবে৷ এরপর ভেতরেও করা হবে অনেক কাজ।
এই সুড়ঙ্গ দিয়ে জার্মানির উত্তরাংশের সঙ্গে যুক্ত হবে ডেনমার্ক। ফলে রেলযাত্রী ও গাড়ি চালকদেরকে এখনকার তুলনায় ১৬০ কিলোমিটার পথ কম পাড়ি দিতে হবে৷
বিবিসি জানায়, প্রকল্পের মূল নির্মাণস্থল হচ্ছে ডেনমার্কের দক্ষিণ-পূর্বে লোল্যান্ড দ্বীপের উপকূলে সুড়ঙ্গটির উত্তরের প্রবেশপথে। এলাকাটির আয়তন ৫০০ হেক্টরের বেশি। সেখানে আছে পোতাশ্রয় এবং কারখানাও। সেখানেই সুড়ঙ্গের অংশগুলো তৈরি করা হচ্ছে, যেগুলোকে বলা হচ্ছে ‘এলিমেন্টস’।
সুড়ঙ্গ নির্মাণকারী ডেনিশ রাষ্ট্রীয় কোম্পানি ফেমার্ন এর প্রধান নির্বাহী হেনরিক ভিনসেন্টসেন মনে করেন, ২০২৯ সালে জার্মানির সঙ্গে সুড়ঙ্গ সংযোগ চালুর লক্ষ্য পূরণে এই প্রকল্প গুরুত্বপূর্ণ মাইলফলক৷
সুড়ঙ্গটির নির্মাণ ব্যয় প্রায় ৭৪০ কোটি ইউরো। এর বেশির ভাগ খরচই দিচ্ছে ডেনমার্ক। আর ইউরোপীয় কমিশন দিচ্ছে ১৩০ কোটি ইউরো।
ওই অঞ্চলে এটিই এ যাবৎকালের সবচেয়ে বড় অবকাঠামো প্রকল্প। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বৃহত্তর পরিকল্পনার অংশ এই প্রকল্প। এর লক্ষ্য হল, ইউরোপ মহাদেশজুড়ে ভ্রমণ আরও দ্রুত করে তুলে বিমানযাত্রা কমিয়ে আনা।
সুড়ঙ্গ নির্মাণ শেষ হয়ে গেলে গাড়িতে মাত্র ১০ মিনিট আর ট্রেনে মাত্র ৭ মিনিটেই দক্ষিণ ডেনমার্কের রডবিহ্যাভন থেকে উত্তর জার্মানির পুটগার্টেনে ভ্রমণ করা সম্ভব হবে। যেখানে আগে ফেরি পারাপারে ৪৫ মিনিট সময় লাগত।
আর সুড়ঙ্গের নতুন রেলপথে ডেনমার্কের কোপেনহেগেন থেকে জার্মানির হামবুর্গ যারওয়ার সময়ও কমে আসবে।