কলোরাডোর এঙ্গেলউড শহরের জেপেসেন-এর প্রভাবশালী অবস্থানের জন্য অনেক চাহিদা রয়েছে এর, যা মহাকাশ ঠিকাদার ও বিভিন্ন প্রাইভেট ইক্যুইটি কোম্পানিকে উৎসাহিত করছে।
Published : 23 Apr 2025, 04:24 PM
বোয়িংয়ের সফটওয়্যার কোম্পানি জেপেসেন নেভিগেশন ইউনিট অধিগ্রহণের জন্য আলোচনা করছে আমেরিকান প্রাইভেট ইকুইটি কোম্পানি থোমা ব্রাভো।
বিষয়টির সঙ্গে পরিচিত ব্যক্তিদের বরাত দিয়ে সোমবার মার্কিন বাণিজ্য প্রকাশনা ব্লুমবার্গ প্রতিবেদনে লিখেছে, বোয়িংয়ের জেপেসেন ইউনিট কেনার জন্য ‘চুক্তির কাছাকাছি’ পৌঁছেছে থোমা ব্রাভো। এ নিয়ে এ সপ্তাহের শেষে ঘোষণা দিতে পারে কোম্পানি দুটি।
বোয়িংয়ের সিইও কেলি অর্টবার্গের পরিকল্পিত এ জেপেসেন বিক্রির লক্ষ্য হচ্ছে কোম্পানির কার্যক্রমকে সহজ করা ও এর খুব প্রয়োজনীয় নয়, এমন সব সম্পদ বিক্রি করে ঋণের বোঝা কমানো বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
এ বিষয়ে বোয়িং মন্তব্য করতে রাজি হয়নি, আর রয়টার্সের মন্তব্যের অনুরোধে কোনো সাড়া দেয়নি থোমা ব্রাভো।
এর আগে, গত মাসে রয়টার্স প্রতিবেদনে লিখেছিল, ন্যাভিগেশন পণ্য ও সফটওয়্যার সরবরাহকারী জেপেসেন বেশ কয়েকটি বেসরকারি ইক্যুইটি কোম্পানি ও অন্তত একটি অ্যারোস্পেস কোম্পানির কাছ থেকে কেনার বিষয়ে অফার পেয়েছে, যেখানে ইউনিটটির সম্ভাব্য মূল্য ধরা হয়েছে আটশ কোটি ডলারেরও বেশি।
গত বছর বাজারে তোলার সময় বোয়িং প্রাথমিকভাবে মূল্য ছয়শ কোটি ডলারের কাছাকাছি টার্গেট করেছিল। তবে ক্রেতাদের তীব্র আগ্রহের কারণে এর দাম আরও বেড়ে যায় বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
কলোরাডোর এঙ্গেলউড শহরের জেপেসেন-এর প্রভাবশালী অবস্থানের জন্য অনেক চাহিদা রয়েছে এর, যা মহাকাশ অভিযান সংশ্লিষ্ট কাজ করা বিভিন্ন ঠিকাদার কোম্পানি ও অন্যান্য প্রাইভেট ইক্যুইটি কোম্পানিকে উৎসাহিত করছে, যারা সাধারণত এমন সব কোম্পানিতেই বিনিয়োগ করে যেখান থেকে নিয়মিত অর্থ আয় সম্ভব।
২০০০ সালে দেড়শ কোটি ডলারে জেপেসেন’কে অধিগ্রহণ করে বোয়িং। ১৯৩০-এর দশকের মাঝামাঝি সময়ে বোয়িংয়ের মালিকানাধীন প্লেন কোম্পানির পাইলটদের জন্য বিশ্বের প্রথম ন্যাভিগেশন চার্ট বিক্রি শুরু করেছিলেন জেপসেনে’র প্রতিষ্ঠাতা এলরে বোর্জ জেপেসেন।