পাঁচ কর্মদিবসে সূচক কমল ১৩০ পয়েন্ট।
Published : 20 Apr 2025, 04:53 PM
টানা পাঁচ দিন সূচকে নিম্নমুখী প্রবণতা দেখল দেশের বড় পুঁজিবাজার- ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
সপ্তাহের প্রথম দিন রোববার প্রধান সূচক ডিএসইএক্স কমেছে আগের দিনের চেয়ে ২২ পয়েন্ট। আগের দিন সূচক ছিল ৫ হাজার ৯৭ পয়েন্ট।
ডিএসইতে সবশেষ সূচকের উত্থান দেখা যায় গত ১০ এপ্রিল। সেদিন সূচক দাঁড়ায় ৫ হাজার ২০৫ পয়েন্ট। পরের পাঁচ কর্মদিবসে সূচক কমল ১৩০ পয়েন্ট।
সকালে লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় সূচক ফেরে আগের দিনের অবস্থানে। এরপর বিক্রির চাপ বাড়তে থাকলে লেনদেন শেষ হয় ৫ হাজার ৭৫ পয়েন্টে।
গত ১০ এপ্রিল ডিএসইতে শেয়ার হাতবদল হয় ৫৪০ কোটি ১৬ লাখ টাকার। এর পরের কার্যদিবস হয় ৪১৪ কোটি ৩১ লাখ টাকা।
গত সোমবার বাংলা নববর্ষের ছুটি থাকায় বন্ধ ছিল পুঁজিবাজার। এর পর গত মঙ্গলবার লেনদেন হয় ৪৪৬ কোটি ১২ লাখ টাকা।
বুধবার ৩৯৬ কোটি ৪২ লাখ টাকা এবং সবশেষ বৃহস্পতিবার হয় ৩৩৯ কোটি ২৯ লাখ টাকা লেনদেন হয় এ পুঁজিবাজারে। আর রোববার লেনদেন হয় হয় ৩৫১ কোটি টাকার শেয়ার।
ডিএসইর তথ্য অনুযায়ী, এদিন লেনদেনে আসা ৩৯৬টি কোম্পানির মধ্যে শেয়ার দরে বেড়েছে ১০১টির, কমেছে ২৪৩টির; আগের দরে লেনদেন হয় ৫২টির।
অধিকাংশ শেয়ার দর হারানোর দিনে ডিএসইর লেনদেনে এগিয়ে ছিল ওষুধ ও রসায়ন খাত। মোট লেনদেনের ১২ দশমিক ৯৮ শতাংশ (৪০ কোটি টাকা) হয় এ খাতে।
লেনদেনে দ্বিতীয় স্থানে ছিল ব্যাংক খাত। এদিন ৩৮ কোটি ৪০ লাখ টাকা লেনদেন হয় এ খাতে। বীমা খাতে লেনদেন হয় ৩৬ কোটি ৯২ লাখ টাকা।
সপ্তাহের প্রথম লেনদেনে সবচেয়ে বেশি দড় বাড়ে এস আলম কোল্ড রোল্ড স্টিলস, সেনা ইন্স্যুরেন্স ও শাইনপুকুর সিরামিকসে।
আর দর হারানোর তালিকায় ওপরের দিকে ছিল বিচ হ্যাচারি, বিডি ফাইন্যান্স ও ফারইস্ট ফাইন্যান্স।