প্রতিযোগিতায় বিজয়ী দলকে তিন লাখ, প্রথম রানার-আপ দলকে দেড় লাখ, দ্বিতীয় রানার-আপ দলকে ৭৫ হাজার টাকা দেওয়া হবে।
Published : 18 Apr 2025, 12:29 AM
প্রতিবন্ধী নারীদের উপযোগী স্যানিটারি প্যাড তৈরি করতে প্রতিবন্ধী ব্যক্তি সংগঠন বাংলাদেশ সোসাইটি ফর দ্য চেইঞ্জ অ্যান্ড অ্যাডভোকেসি নেক্সাস (বি-স্ক্যান) প্রতিযোগিতার আয়োজন করেছে।
বৃহস্পতিবার আগারগাঁও এর বাংলাদেশ পর্যটন কর্পোরেশন মিলনায়তনে এর উদ্বোধন করা হয়। এর সহযোগিতায় রয়েছে আন্তর্জাতিক সংস্থা ওয়াটারএইড বাংলাদেশ এবং কিম্বার্লি কার্ক।
অনুষ্ঠানে প্রতিবন্ধী নারীরা তাদের মাসিককালীন বিভিন্ন অভিজ্ঞতার কথা তুলে ধরেন।
সাতারকুল প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক উজ্জ্বলা বণিক বলেন, “যারা বুদ্ধি প্রতিবন্ধী তারা ক্লাসে বসে সমস্যায় পরে যায়, তাদের জন্য সিস্টেমটা একটু অন্যরকম হলে… যাতে তাদের জন্য ইউজ করতে সুবিধা হবে, বারবার যাতে সরে না যায়।
“বাজারে যেটা পাওয়া যায় সেটার চওড়া বা সাইজের বিষয়টা নিয়ে দৃষ্টি প্রতিবন্ধীদের সমস্যা হয়ে যায়। ইউজের যে প্রয়োজনীয়তাটা সেটা সেভাবে হচ্ছে না।”
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী সারওয়াত হোসেন বুশরা বলেন, পোশাক বা বিভিন্ন জায়গার বসার ফলে দাগ লেগে গেলে বিড়ম্বনায় পড়তে হয়।
“অন্যান্য প্রতিবন্ধী ব্যক্তি যারা আছেন, তারা কিন্তু দেখতে পাচ্ছে। সেক্ষেত্রে সে সেজায়গাটা পরিষ্কার করতে পারছে। সব সময় তো আমরা পাশে কাউকে পাই না দেখাতে। আমাদের সোসাইটি এখনও অগ্রসর হয়নি সেভাবে।”
অস্ট্রেলিয়ার ‘এডুস্পায়ার’ এ বিজনেস ডেভেলাপমেন্ট এক্সিকিউটিভ হিসেবে কর্মরত আছেন সুমনা খান। তিনি স্যানিটারি পণ্যের দাম কমানোর দাবি করছেন।
“আমরা যারা ইনকাম করছি তারা হয়ত প্যাডটা কিনতে পারছি। সাধারণ প্রতিবন্ধী যারা তাদের হয়ত কেনাটা সম্ভব হচ্ছে না।”
বি-স্ক্যানের পরিচালক ইফতেখার মাহমুদ বলেন, সমাজ সেবা অধিদপ্তর, মহিলা বিষয়ক অধিদপ্তর কার্ড করে প্রতিবন্ধী নারীদের জন্য বিনামূল্যে প্যাড দেওয়ার ব্যবস্থা করতে পারে। তাতে কোটি কোটি টাকা খরচ হয়ে যাবে না।
অনুষ্ঠানে প্রতিবন্ধিতা শনাক্তকরণ জরিপ (ডিআইএস) এর বরাত দিয়ে বলা হয়, বাংলাদেশে ৩৫ লাখের বেশি প্রতিবন্ধী ব্যক্তি আছে। এর মধ্যে ১৪ লাখের বেশি নারী।
প্রতিযোগিতায় বিজয়ী দলকে তিন লাখ, প্রথম রানার-আপ দলকে দেড় লাখ, দ্বিতীয় রানার-আপ দলকে ৭৫ হাজার টাকা দেওয়া হবে।
প্রতিটি দলে অন্তত একজন নারীসহ ৪ জন সদস্য থাকতে হবে। দলে কোনো প্রতিবন্ধী নারী থাকলে তাদের অগ্রাধিকার দেওয়া হবে।
আবেদনের লিঙ্ক- https://en.b-scan.org/contest/