Published : 30 Apr 2025, 11:10 PM
তের দিনের মাথায় আরও এক বিলয়ন ডলার যোগ হওয়ায় আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্ধারিত বিপিএম৬ পদ্ধতি অনুসারে বাংলাদেশ ব্যাংকে রক্ষিত বিদেশি মুদ্রার রিজার্ভ ১৯ মাস পর ২২ বিলিয়ন ডলার ছাড়িয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, ৩০ এপ্রিল রিজার্ভ দাঁড়িয়েছে ২২ দশমিক শূন্য ৫ বিলিয়ন ডলার। গ্রস হিসাবে রিজার্ভের পরিমাণ ছিল ২৭ দশমিক ৪১ বিলিয়ন ডলার।
সবশেষ ২০২৩ সালের সেপ্টেম্বরে রিজার্ভ ছিল ২২ বিলিয়ন ডলার।
বুধবার সন্ধ্যায় বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান সাংবাদিকদের এসব তথ্য দেন।
এর আগে প্রায় দেড় মাস পর ১৭ এপ্রিল রিজার্ভ ২১ বিলিয়ন ডলার ছাড়িয়েছিল। সেদিন রিজার্ভ ছিল ২১ দশমিক ৩৮ বিলিয়ন ডলার। ওইদিন গ্রস রিজার্ভ ছিল ২৬ দশমিক ৭৩ বিলিয়ন ডলার।
বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, রেমিটেন্সের প্রবাহ বেশি থাকায় ডলার আসছে বেশি। রপ্তানি আয়ও বাড়ছে। এ দুই সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় কারণে রিজার্ভ বাড়ছে।