২৪ জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
Published : 24 Apr 2025, 12:17 AM
চার জেলায় বইতে থাকা মৃদু তাপপ্রবাহ একদিনের মধ্যে আরও ২০ জেলার ওপরে বিস্তৃত হয়েছে।
সবমিলিয়ে ২৪ জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া তাপ্রবাহ থাকবে রোববার পর্যন্ত; এরপর থেকে কমতে থাকবে গরমের দাপট।
বুধবার এমন আভাসই দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
একদিন আগে মঙ্গলবার রাজশাহী, পাবনা, যশোর ও চুয়াডাঙ্গা- এই চার জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ সক্রিয় থাকার তথ্য দিয়েছিল।
বুধবার আবহাওয়ার নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, রাজশাহী ও খুলনা বিভাগ (রাজশাহীর ৮ ও খুলনার ১০ জেলা), মানিকগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, দিনাজপুর এবং নীলফামারী জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
আবহাওয়াবিদ ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “২৬/২৭ তারিখ পর্যন্ত এমনই থাকবে। এরপর বৃষ্টি বাড়বে, তাপমাত্রা কমে আসবে।”
বুধবার দেশের সর্বোচ্চ ৩৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নথিবদ্ধ হয় যশোরে, ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
বাতাসে তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসে উঠলে তাকে মৃদু তাপপ্রবাহ ধরা হয়। ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসকে বলা হয় মাঝারি এবং ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে তীব্র তাপপ্রবাহ বলা হয়। এরপর ৪২ ডিগ্রির উপরে উঠলে তাকে বলা হয় অতি তীব্র তাপপ্রবাহ।
আবহাওয়ার বুলেটিনে বলা হয়েছে, বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এছাড়া দেশের অন্যান্য এলাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা এবং সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
এদিন সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশে সর্বোচ্চ ৫৯ মিলিমিটার বৃষ্টি ঝরেছে সিলেটে। এছাড়া দেশের দুয়েক জায়গায় কম-বেশি বৃষ্টি হয়েছে।
পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশের দিন ও রাতের তাপামাত্রা প্রায় অপরিবর্তিত থাকার আভাস এসেছে পূর্বাভাসে।