ড. কামাল কীভাবে পাকিস্তানে গেলেন এবং তারপর?

মোহাম্মাদ মাহবুবুর রহমান জালাল
Published : 11 Dec 2018, 12:06 PM
Updated : 11 Dec 2018, 12:06 PM

অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস থেকে ২০০৩ সালে  প্রকাশিত মেজর জেনারেল এ ও মিটহা এর লেখা 'Unlikely Beginnings, A Soldier's Life' বইটিতে বেশ কিছু উদ্দীপনামূলক তথ্যের সমাহার রয়েছে।

বইয়ের ৩৪৪ পৃষ্ঠার দ্বিতীয় প্যারাতে মেজর জেনারেল মিটহা জানাচ্ছেন-

"২৮ মার্চ, আমান আমাকে জানায় সে তার স্ত্রী-র ভাই (brother-in-law) কামাল হোসেন- এর নিকট থেকে বার্তা পেয়েছে, যিনি ২৫ মার্চ এর পর থেকে মুজিবের অন্যান্য শীর্ষ সহযোগীর সাথে নিখোঁজ হয়েছিলেন। কামাল অন্যান্যদের সাথে ভারত যান নাই; তিনি (কামাল হোসেন) নিরাপত্তা হেফাজতে যেতে চান, কেননা তিনি তার নিজের জীবনের নিরাপত্তা নিয়ে দুঃচিন্তায় ছিলেন। তাকে তার এক আত্মীয়ের বাসা থেকে রিসিভ (বন্দি) করে ডিভিশনাল হেড কোয়ার্টার মেসে নিয়ে যাই। পরেরদিন তিনি পশ্চিম পাকিস্তানে চলে যান।"

মেজর জেনারেল মিটহা এর এই বইয়ের ৩৭৮নং পৃষ্ঠা থেকে জানা যাচ্ছে যে-

যখন পাকিস্তানের কারাগারে বন্দি থাকার কথা তখন ড. কামাল হোসেনকে মেজর জেনারেল মিটহা প্রেসিডেন্ট ইয়াহিয়ার সাথে দেখেছেন।