গ্রীষ্মের ফুলে রঙিন ঢাকা বিশ্ববিদ্যালয়
বাংলাদেশের ঋতুচক্রে গ্রীষ্মকাল একটি প্রখর অথচ রঙিন ঋতু। প্রচণ্ড রোদ, ঘাম ঝরানো দিন আর মাঝে মাঝে হঠাৎ বৃষ্টি- এ সবের মাঝে প্রকৃতি রঙে রঙে ভরে ওঠে। আর সেই রঙের মিছিলে মূল নায়ক গ্রীষ্মের ফুল। এসব ফুল শুধু প্রকৃতিকেই নয়, মানুষের মনও রাঙিয়ে তোলে।