১০ এপ্রিল ২০২৫, ২৬ চৈত্র ১৪৩১
এর আগে ফেব্রুয়ারিতে এক টাকা করে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের লিটারপ্রতি দাম বাড়ানো হয়।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আদেশের বরাতে দাম না বাড়ানোর সিদ্ধান্ত জানায় মন্ত্রণালয়।
“বাইকে তো তেল নাই। এখন পাম্পেই বাইক রেখে বিকল্প ব্যবস্থায় গন্তব্যে যাব।”
শুক্রবার মধ্যরাত থেকে পাম্পগুলোয় তেল মিলবে নতুন দামে।
এর আগে সবশেষ অক্টোবরে দাম নির্ধারণ করেছিল অন্তর্বর্তী সরকার; তখন এ দুই জ্বালানি পণ্যে কমানো হয়েছিল লিটারে ৫০ পয়সা।
কোনো কোম্পানি দরপত্র জমা না দেওয়ায় পেট্রোবাংলা চেয়ারম্যান বলেন, “পরবর্তী করণীয় ঠিক করতে সরকারের সঙ্গে আলোচনা করব।"
“এবার বেশি বিলম্ব হবে না। আমরা যতটা সম্ভব তাড়াতাড়ি কাজগুলো এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব,” বলেন জ্বালানি উপদেষ্টা।
আমদানিমূল্য, পরিবহন ও অবচয় সমন্বয় শেষে ‘স্বচ্ছভাবে’ দর নির্ধারণ করলে এটা সম্ভব, বলছে গবেষণা সংস্থাটি।