মশাবাহিত এ রোগ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে একদিনে ভর্তি হয়েছেন আরও ৩১ জন।
Published : 14 Jan 2025, 08:01 PM
দেশে গত একদিনে এইডিস মশাবাহিত রোগ ডেঙ্গু আক্রান্তদের মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে।
এসময়ে এ রোগ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩১ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত একদিনে মৃত দুইজনকে নিয়ে নতুন বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাতজন। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা হয়েছে ৭০০ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুইজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
মঙ্গলবার সকাল পর্যন্ত আগের একদিনে নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ১৬ জন, চট্টগ্রাম বিভাগে চারজন, খুলনা বিভাগে দুইজন, রাজশাহী বিভাগে দুইজন, রংপুর বিভাগে তিনজন এবং বরিশাল বিভাগে সাতজন রোগী ভর্তি হয়েছেন।
তবে গত একদিনে ঢাকা, রাজশাহী ও সিলেট বিভাগে ডেঙ্গু আক্রান্ত কোনো রোগী ভর্তি হয়নি।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ২৭৫ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ১৫৯ জন, ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে রয়েছেন ১১৬ জন।
দেশে ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ লাখ ১ হাজার ২১৪ জন হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে মারা যান ৫৭৫ জন।
এক বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির এ সংখ্যা তৃতীয় সর্বোচ্চ। আর মৃত্যুর হিসাবে দ্বিতীয় সর্বোচ্চ।
স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে।
এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।
২০২২ সালে সারা দেশে ১ লাখ এক হাজার ৩৫৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়, যা বাংলাদেশে দ্বিতীয় সর্বোচ্চ।