Published : 30 Apr 2025, 09:20 PM
পদ্মা সেতুতে স্বয়ংক্রিয় টোল আদায় ব্যবস্থা বা ইলেক্ট্রনিক টোল সংগ্রহে (ইটিসি) চুক্তি করেছে ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা কোম্পানি নগদ।
বুধবার বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সঙ্গে ওই চুক্তি হয় বলে নগদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
ঢাকার সেতু ভবনের সম্মেলন কক্ষে ওই চুক্তিতে সেতু কর্তৃপক্ষে স্বাক্ষর করেন পরিচালক (অর্থ ও হিসাব) খন্দকার নুরুল হক। নগদের পক্ষে সই করেন কোম্পানির চিফ স্ট্রাটেজি অফিসার মো. মুয়িয তাসনিম ত্বকী।
নগদের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “টোল প্লাজায় না থেমেই নগদের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে যানবাহনের টোল পরিশোধ করা যাবে। তাতে যানবাহন চলাচলের সময় যেমন বাঁচবে, একইসঙ্গে ভোগান্তিও অনেকাংশে লাঘব হবে।
“এই চুক্তির আওতায় ইলেকট্রনিক পদ্ধতিতে আরএফআইডি প্রযুক্তির মাধ্যমে স্বল্প সময়ের ভেতর টোল আদায়ের কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এতে করে গতানুগতিক পদ্ধতিতে লাইন ধরে টাকা দিয়ে টোল পরিশোধের দিন শেষ হবে।”
সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ বলেন, পদ্মা সেতুর টোল আদায়কে ডিজিটাল পেমেন্ট করার উদ্যোগ তারা নিয়েছেন। আসন্ন কোরবানির ঈদের সময় থেকেই যাত্রীরা যাতে সহজে পদ্মা সেতু ব্যবহার করে যাতায়াত করতে পারে, সেটাই লক্ষ্য।
নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বলেন, এটি সফলভাবে করা গেলে টোল প্লাজায় গাড়ির অপ্রয়োজনীয় জট যেমন হবে না, তেমনি টোল আদায়ের লেনদেনও হবে আধুনিক ও স্বাচ্ছন্দ্যময়।