অন্তর্বর্তী সরকারের আমলে মিয়ানমার থেকে আসা চালের প্রথম চালান এটি।
Published : 17 Jan 2025, 03:50 PM
মিয়ানমার থেকে সরকারিভাবে আমদানি করা ২২ হাজার টন আতপ চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে ‘এমভি গোল্ডেন স্টার’।
শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে জাহাজটি বন্দরের ৯ নম্বর জেটিতে ভেড়ে।
চট্টগ্রাম খাদ্য অধিদপ্তরের চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক জ্ঞানপ্রিয় বিদূর্শী চাকমা বলেন, জাহাজটি এসেছে মিয়ানমারের ইয়াঙ্গুন থেকে। বিকাল ৫টা থেকে চাল খালাস শুরু হবে।
“জিটুজি ভিত্তিতে মিয়ানমার থেকে এক লাখ টন আতপ চাল আমদানির অংশ হিসেবে প্রথম দফায় ২২ হাজার টন এসেছে। মিয়ানমার থেকে পর্যায়ক্রমে বাকি চাল আসবে।”
রাজনৈতিক পটপরিবর্তনের পর আসা অন্তর্বর্তীকালীন সরকারের আমলে মিয়ানমার থেকে আসা চালের প্রথম চালান এটি।
এর আগে গত ১২ জানুয়ারি ভারত থেকে সরকারি পর্যায়ে ২৬ হাজার ৯৩৫ টন সিদ্ধ চাল এসেছিল। তার আগে গত বছরের ২৫ ডিসেম্বর ২৪ হাজার ৬৯০টন সিদ্ধ চাল ভারত থেকে আসে।