h m mohsin১৯৮০ সালের ২০ জুন শরীয়তপুরে জন্মগ্রহণ করেন। পেশায় বিজনেস স্ট্র্যাটিজিস্ট। বর্তমানে যুক্তরাষ্ট্রের অ্যানহাইজার বুশ ইনবেভের (ab-inbev.com, বিশ্বের শীর্ষস্থানীয় কনস্যুমার প্রোডাক্ট কোম্পানি) রেভিনিউ ম্যানেজমেন্ট বিভাগে কাজ করছেন। এটি বিশ্বের বৃহত্তম বিয়ার উৎপাদনকারী প্রতিষ্ঠান, যার বাৎসরিক সেল ৪০ বিলিয়ন ডলার।

মহসীন পড়াশোনাও করেছেন যুক্তরাষ্ট্রে। এখানকার ডুরি ইউনিভার্সিটি থেকে গণিতে স্নাতক পাশ করেন। পরে এমবিএ (স্ট্র্যাটিজি) করেছেন ওয়াশিংটন ইউনিভার্সিটি ইন সেইন্ট লুইস থেকে। তিনি একজন চার্লস এফ নাইটস স্কলার। ওয়াশিংটন ইউনিভার্সিটিতে শিক্ষাকালীন সময়ে বিজনেস স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের নির্বাচিত সিনেটর হিসেবে ছাত্র সংগঠনের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন।

যুক্তরাষ্ট্রে লেখাপড়া ও শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতার আলোকে, অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের বিভিন্ন বিষয়ে নিজের ভাবনাগুলো মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্য থেকেই লেখালেখির শুরু। ইতোমধ্যে বিভিন্ন ইংরেজি ও বাংলা ব্লগে বেশ কয়েকটি আর্টিকেলও লিখেছেন।

যুক্তরাষ্ট্রে তিনি বেটা গামা সিগমা কাপ্পা মিউ এপসাইলন অনার পেয়েছেন।