রাজস্থান এক্সপ্রেস

admin
Published : 30 Oct 2007, 11:37 AM
Updated : 30 Oct 2007, 11:37 AM

ঢাকার 'নর্থ সাউথ ইউনিভার্সিটি ফটোগ্রাফি ক্লাব' তাদের সাম্প্রতিক ভারত ভ্রমণের ওপর একটি ফটোগ্রাফি প্রদর্শনীর আয়োজন করেছে। প্রদর্শনীর নাম 'রাজস্থান এক্সপ্রেস'।

ক্লাবের ২৭ সদস্যের একটি দল ১৫ দিনের জন্য ভারতের জয়পুর, পুষ্কর, যোধপুর, জয়সালমীর, ঘানেরাও এসব দর্শনীয় স্থান ভ্রমণ করেন ও এসব এলাকার ছবি তোলেন। তা থেকে বাছাই করা ৫০টি ছবির প্রদর্শন চলছে নর্থ সাউথ ইউনিভার্সিটির মোনামী টাওয়ারে (বাড়ি নং ১১, রোড নং ১৭, বনানী)। ২৮ অক্টোবর শুরু হওয়া এ প্রদর্শনী চলবে ১ নভেম্বর পর্যন্ত। সবার জন্য উন্মুক্ত এ প্রদর্শনীটির সময় প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা।

এনএসইউ ফটোগ্রাফি ক্লাবের সৌজন্যে আর্টস-এর ওয়েব গ্যালারিতে প্রদর্শনীর ১৮টি ছবির স্লাইড শো দেখা যাচ্ছে। প্রদর্শনী শেষ হওয়ার পরও আগ্রহীরা আর্টস-এর আর্কাইভে ছবিগুলি দেখতে পাবেন।