নিষিদ্ধ নয়, জামায়াতকে রাজনৈতিকভাবে প্রতিহত করা হোক

সালাহউদ্দীন আহমদ
Published : 24 Nov 2012, 05:23 PM
Updated : 24 Nov 2012, 05:23 PM

জামায়াত-শিবিরের সাম্প্রতিক কাজ-কারবার নিয়ে উদ্বিগ্ন অনেকেই। বোঝা গেল, দেশের রাজনীতি আগামী দিনগুলোতে মারাত্মক সাংঘর্ষিক দিকে চলে যাচ্ছে। নির্বাচন এলেই আমাদের রাজনীতিতে এই আবহটা তৈরি হয়ে যায়। ক্ষমতায় যাওয়ার জন্য নানা সমীকরণ তৈরি হয়। এটা হবেই। তবে আমি মনে করি, এ প্রেক্ষিতে আমাদের, মানে রাষ্ট্র ও সমাজের প্রগতিশীল শক্তিগুলোকে একজোট হতে হবে। নিজেদের কাজটা করে যেতে হবে। আমি মনে করি, অনেক ক্ষেত্রে আমরা নিজেদের দায়িত্ব পালন করছি না বলেই ফ্যাসিবাদী এবং উর্দি-পরা শাসকদের হাতে গড়া দলগুলোকে রাজনৈতিক দল হিসেবে স্বীকার করে নিতে হচ্ছে।

একাত্তরে গণহত্যা চালানোর জন্য জামায়াতের ক'জন শীর্ষ নেতার বিচারকাজ চলছে। খুব শিগগির কিছু-কিছু অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে মামলার রায় হয়ে যাবে। নি:সন্দেহে জামায়াতে ইসলামী নামের দলটি মনে করতে পারে যে, তাদের কিছু নেতার বিরুদ্ধে তোলা অভিযোগ প্রমাণিত হয়ে যাবে, তাদের শাস্তির রায় হবে। এদেশের মাটিতে রাজনীতি করতে হলে এটা তাদের জন্য একটি বড় পরাজয়ও বটে। তাই ওরা এটা বানচাল করতে তো চাইবেই। এধরনের রাজনৈতিক উদ্দেশ্য নিয়েই ওরা দেশে অস্থিরতা তৈরি করে থাকতে পারে।

আর এ প্রেক্ষিতেই জামায়াতকে এদেশে রাজনীতি করতে দেওয়া উচিত কিনা এ নিয়ে এখন কথাবার্তা হচ্ছে। জামায়াতকে নিষিদ্ধ করার দাবিও খুব জোরালো হয়ে উঠছে। আমার মতামত খুব স্পষ্ট। আমি চাই না, জামায়াতকে নিষিদ্ধ করা হোক। নিষিদ্ধ করা হলেই কি ওরা দমে যাবে? আমার কিন্তু তা মনে হয় না। আমি যদ্দূর জানি, বিলেতে ফ্যাসিস্ট পার্টি এখনও বৈধভাবে কাজ করছে। ইউরোপের কিছু-কিছু দেশে নাজি পার্টিও আছে। কিন্তু এসব দল তো ক্ষমতায় যাওয়া বা ক্ষমতার অংশীদার হওয়ার কথা ভাবতেও পারে না। কারণ ওখানে ওদের রাজনৈতিকভাবে প্রতিহত করা হচ্ছে।

আমাদের দেশেও সেটা করা উচিত। সরকারের উচ্চ পর্যায় থেকেও জামায়াতকে নিষিদ্ধ করার পক্ষে একধরনের কথাবার্তা হচ্ছে। আমার কথা ওই একই- এদেশের মাটিতে জামায়াতের মতো ধর্মভিত্তিক রাজনৈতিক দলের রাজনীতি বন্ধ করার পরিবেশ তৈরি করতে হবে।

আমাদের ভুলে গেলে চলবে না যে, একসময় জামায়াতের রাজনীতি এদেশে নিষিদ্ধ করা হয়েছিল। আবার ফিরেও এসেছে ওরা উর্দি-পরা শাসকদের সহায়তায়। এবারও নিষিদ্ধ করা হলে একই ঘটনা ঘটতে পারে। রাজনৈতিক পটপরিবর্তনের পর এরা আবার একই রূপে বা নতুন রূপে ফিরে আসতে পারে।

কিন্তু জামায়াত-শিবিরকে রাজনৈতিকভাবে প্রতিহত করা হলে জনগণের কাছে এরা একটি শক্তি হিসেবে প্রত্যাখ্যাত হবে। এরা তো সবসময় নিজেদের একটি শক্তি হিসেবে দেখাতে চায়। সে জায়গাটা শেষ করে দিতে হবে।

আমাদের সমাজের প্রগতিশীল অংশের কাছে দেশের মানুষের একটি দাবি আছে। এদেশের মাটি থেকে চিরতরে ধর্মভিত্তিক রাজনীতিকে উৎখাত করতে হলে এ শক্তিকে তৃণমূল পর্যন্ত কাজ করে যেতে হবে। আমরা সমাজের কিছু অসাম্প্রদায়িক প্রগতিশীল চেতনার মানুষ আগামী ৮ ডিসেম্বর 'সাম্প্রদায়িকতাবিরোধী জাতীয় সম্মেলন' করতে যাচ্ছি। এধরনের আয়োজনের প্রয়োজনীয়তা স্বীকার করেও বলছি- আমরা খুব বেশি সেমিনার-কেন্দ্রিক, ঢাকা-কেন্দ্রিক হয়ে যাচ্ছি। এভাবে চললে তো হবে না। আন্দোলনটা ছড়িয়ে দিতে হবে গ্রাম পর্যন্ত। অসাম্প্রদায়িক চেতনার বিস্তার ঘটাতে হবে সাধারণ মানুষের মধ্যে। তাহলে সাম্প্রদায়িকতা বা ধর্মভিত্তিক রাজনীতিকে দমন করা সহজ হবে।

মনে রাখতে হবে, এদেশে জামায়াত একমাত্র ধর্মভিত্তিক রাজনৈতিক দল নয়, আরও অনেক দল রয়েছে। এসব দলের কোনওটিরই রাজনীতি জনগণের কল্যাণের জন্য নয়। তাই শুধু একটি নয়, সব ধর্মভিত্তিক দলেরই রাজনীতির মূল জায়গাটিতে আঘাত করতে হবে।

এ জন্য আমাদের নিজেদেরও আত্মশুদ্ধির দরকার আছে। আমরা যদি জনগণের কাছ থেকে দূরে চলে যাই তাহলে ফ্যাসিবাদী শক্তিগুলো জনগণকে বিভ্রান্ত করবে। আত্মশুদ্ধির জন্য আমাদের প্রথমত এবং প্রধানত জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে হবে। এ সরকারের বর্তমান মেয়াদে দুর্নীতির কিছু অভিযোগ উঠেছে। হল-মার্ক কেলেঙ্কারি, পদ্মাসেতু নির্মাণ নিয়ে দুর্নীতি ইত্যাদি গুরুতর অভিযোগ রয়েছে। আমি মনে করি, সেসব অভিযোগ তলিয়ে দেখা দরকার ছিল। এসব অভিযোগ একেবারে উড়িয়ে দেওয়া বা অস্বীকার করারও কিছু নেই। এসব প্রসঙ্গে স্পর্শকাতর হওয়াও অনুচিত। কারণ প্রশাসনের কোনো কোনো অংশ ব্যক্তি বা গোষ্ঠীস্বার্থ দিয়ে চালিত হতে পারে। তাই এসব গোষ্ঠীর জনবিরোধী কাজকর্ম ঠেকাতে না পারলে সরকারের ইমেজ ক্ষুণ্ন হবে।

সরকার দুর্নীতির অভিযোগগুলো নিয়ে কাজ করছেন এটা ঠিক। তবে আমি মনে করি খুব ধীরগতিতে সব হচ্ছে। আরও দ্রুত তদন্ত হতে হবে যাতে জনমনে এ সম্পর্কে বিশ্বাসযোগ্যতা তৈরি হয়।

আরও একটি কাজ করা খুব বেশি জরুরি। সরকারি যেসব কমিশন গঠন করা হয়েছে সেগুলোকে সত্যিকারের কার্যকর করে গড়ে তুলতে হবে। এখন লোকে বলে এগুলো 'নখদন্তহীন বাঘ।'– এমন কথা শোনার জন্য আমরা তৈরি নই। বিশেষ করে দুর্নীতি দমন কমিশন সম্পর্কে এমন সমালোচনা রয়েছে। অথচ এটির কাজ ব্যাপক। এ প্রতিষ্ঠানকে কার্যকর ও শক্তিশালী করা হলে আমরা যেকোনো দুর্নীতির ঘটনার স্বচ্ছ ও দ্রুত তদন্ত আশা করতে পারব। জনগণও সরকারের প্রতি পূর্ণ আস্থা রাখতে পারবে।

নিজেদের যদি আমরা ঠিক করতে পারি, ভুলত্রুটি এড়িয়ে সব সমালোচনা গ্রহণ করে কাজ করতে পারি তাহলে আর সমস্যা নেই। আত্মশুদ্ধি থেকেই আসে আত্মশক্তি। আর সেটাই আমাদের অর্জন করতে হবে।

আমার মনে হয়, তৃণমূলে কাজ করা আর আত্মসমালোচনার মাধ্যমে জনগণের পক্ষের অসাম্প্রদায়িক শক্তি টিকে থাকতে পারবে। অন্যরা এখানে আর ঘাঁটি গাড়তে পারবে না। কখনও-ই না।

ড. সালাউদ্দীন আহমদ : জাতীয় অধ্যাপক, গবেষক ও প্রাবন্ধিক।