পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ, ২৩ জুন, ১৯৪৯, রোজ গার্ডেন, ঢাকা

এম এম আর জালাল এবং আবুল কাশেম
Published : 6 July 2020, 10:22 AM
Updated : 6 July 2020, 10:22 AM

গত ২৩ জুন চলে গেল বাংলাদেশ আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৪৯ সালের ২৩ জুন পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ গঠিত হয়। প্রতিষ্ঠার সময় আওয়ামী লীগের কমিটিতে কে কে ছিলেন অর্থাৎ আওয়ামী লীগের প্রথম কমিটি কাদের নিয়ে গঠিত হয়েছিল তা সঠিকভাবে জানা যায় না। আওয়ামী লীগের ওপর সম্পাদিত বিভিন্ন গবেষণা গ্রন্থে, বিভিন্ন স্মৃতিচারণমূলক পুস্তকে কিংবা ইতিহাস বিষয়ক বিভিন্ন বইয়ে বিভিন্ন তথ্য আছে যা আওয়ামী লীগের ইতিহাস সম্বন্ধে আগ্রহীদের কাছে বিভ্রান্তিমূলক। বিভিন্ন বই-পুস্তকে আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন কমিটি সম্বন্ধে যে তথ্য আছে প্রথমে আামরা তা উপস্থাপন করব। তারপর আমরা আমাদের মন্তব্য তুলে ধরব।

০০১. অসমাপ্ত আত্মজীবনী, শেখ মুজিবুর রহমান, (ইউ পি এল) ২০১২, পৃ. ১২১-১২২।

সভাপতি: মওলানা আবদুল হামিদ খান ভাসানী
সহ-সভাপতি:
আতাউর রহমান খান,
আব্দুস সালাম খান,
আলী আহমদ খান,
আলী আমজাদ খান
আরও একজন কে ছিলেন তাঁর নাম তিনি স্মরণে আনতে পারেন নি।
সাধারণ সম্পাদক: শামসুল হক।
যুগ্ম-সম্পাদক: শেখ মুজিবুর রহমান
(তখন কারাবন্দি)

002. The unfinished Memoirs, Sheikh Mujibur Rahman . (UPL), 2012, pp.129-130

President: Maulana Abdul Hamid Khan Bhasani
Vice-presidents:
Mr. Ataur Rahman Khan,
Abdus Salam Khan,
Ali Ahmed Khan,
Ali Amjad Kan and someone cannot be remembered.
General Secretary: Mr. Shamsul Hoque
Joint Secretary: Sheikh Mujibur Rahman,

০০৩. জাতীয় রাজনীতি ১৯৪৫-৭৫, অলি আহাদ, বাংলাদেশ কো-অপারেটিভ বুক সোসাইটি লি: , ২০১২, পৃ. ৯৮।

সভাপতি: মওলানা আবদুল হামিদ খান ভাসানী
সহ-সভাপতি:
আতাউর রহমান খান এডভোকেট,
সাখাওয়াত হোসেন,
আলী আহমদ খান এম এল এ,
আলী আহমদ খান এডভোকেট,
আব্দুস সালাম খান, এডভোকেট।
সাধারণ সম্পাদক: শামসুল হক।
যুগ্ম-সম্পাদক: শেখ মুজিবুর রহমান
সহ-সম্পাদক:
খোন্দকার মোশতাক আহমদ
এ.কে রফিকুল হোসেন।
কোষাধ্যক্ষ: ইয়ার মোহাম্মদ খান।

০০৪. পূর্ব বাঙলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি (প্রথম খণ্ড), বদরুদ্দীন উমর, আনন্দ ধারা প্রকাশন, পৃ. ২৫৮

সভাপতি: মওলানা আবদুল হামিদ খান ভাসানী
সাধারণ সম্পাদক: শামসুল হক।
যুগ্ম-সম্পাদক:
শেখ মুজিবুর রহমান
খোন্দকার মোশতাক আহমদ।

005. The Emergence of Bangladesh: Class Struggles in East Pakistan, 1947-1958, Badaruddīna Umar, (OUP, Karachi), 2004, p. 110

President: Maulana Abdul Hamid Khan Bhashani .
General Secretary: Shamsul Hoque
Joint Secretaries:
Khondakar Mustaq Ahmed,
Sheikh Mujibur Rahman,

006. The East Pakistan Awami League 1958-1971, Shyamali Ghosh, 1980 PhD Thesis p. 7.

President: Maulana Bhashani .
Secretary: Shamsul Hoque
Jt. Secretary: Khondakar Mustaq Ahmad and Sheikh Mujibur Rahman (In Jail)

০০৭. আওয়ামী লীগ ১৯৪৯-১৯৭১, শ্যামলী ঘোষ, (ইউ পি এল) ২০০৭, পৃ. ৪।

মওলানা আবদুল হামিদ খান ভাসানী কর্তৃক ৪০-সদস্য বিশিস্ট সাংগঠনিক কমিটি গঠনের এই সম্মেলনে ১৯৪৯ সালের ২৩ জুন তারিখে সর্বসম্মতভাবে গৃহীত হয়।

008. Politics in Bangladesh: A Study of Awami League, 1949-58, M. B. Nair, Northern Book Centre, New Delhi, 1990, p.59.

President: Moulana Abdul Hamid Khan Bhashani .
Vice-presidents:
Abdul Mansur Ahemd
Ataur Rahman Khan
.Abdus Salam Khan .
General Secretary: Shamsul Hoque (MLA)
Joint Secretaries:
1. Sheikh Mujibur Rahman,
2. Rafique Ahsan,
3. Khondakar Mustaq Ahmed,
Treasurer: Yar Mohammad Khan

009. "The Awami League in the East Bengal's Political Development, 1949-1958", M. Bhaskaran Nair, PhD Thesis, 1990. P.14.

President: Moulana Adul Hamid Khan Bhashani
Vice-Presidents:
1. Abdul Mansur Ahmad
2. Ataur Rahman Khan
3. Abdus Salam Khan
General Secretary: Shamsul Huq (MLA)
Joint Secretaries:
1. Sheikh Mujibur Rahman
2. Rafique Ahsan
3. Khondakhar Mustaq Ahmad
Treasurer: Yar Mohammad Khan

০১০. আওয়ামী লীগের ইতিহাস, আবু আল সাঈদ (আগামী প্রকাশনী), ১৯৯৬ পৃ. ১৪।

সভাপতি: মওলানা আবদুল হামিদ খান
সহ-সভাপতি:
আতাউর রহমান খান এডভোকেট
সাখাওয়াত হোসেন
আলী আহমদ খান এম এল এ
আলী আমজাদ খান এডভোকেট
আব্দুস সালাম খান এডভোকেট
সাধারণ সম্পাদক: শামসুল হক
যুগ্ম-সম্পাদক: শেখ মুজিবুর রহমান
সহ-সম্পাদক : খোন্দকার মোশতাক আহমদ ও এ.কে এম রফিকুল হোসেন
কোষাধ্যক্ষ: ইয়ার মোহাম্মদ খান।

০১১. ভাসানী: মওলানা আবদুল হামিদ খান ভাসানীর জীবন, কর্মকাণ্ড, রাজনীতি ও দর্শন, সৈয়দ আবুল মকসুদ (ঢাকা), ১৯৮৬, পৃ. ১০১

সভাপতি: মওলানা ভাসানী।
সহ-সভাপতি: আতাউর রহমান খানসহ কয়েকজন
সাধারণ সম্পাদক: শামসুল হক।
যুগ্ম-সম্পাদক: শেখ মুজিবুর রহমান
সহ-সম্পাদক: খোন্দকার মোশতাক আহমদ

০১২. মওলানা আবদুল হামিদ খান ভাসানী, সৈয়দ আবুল মকসুদ, আগামী, ঢাকা, ২০১৪, পৃ.৭১

সভাপতি : মওলানা ভাসানী।
সহ-সভাপতি:
আতাউর রহমান খান এডভোকেট,
সাখাওয়াত হোসেন,
আলী আহমদ খান এম এল এ,
আলী আমজাদ খান এডভোকেট,
আব্দুস সালাম খান এডভোকেট
সাধারণ সম্পাদক: শামসুল হক।
সহ-সম্পাদক:
খোন্দকার মোস্তাক আহমদ
শেখ মুজিবুর রহমান
এ.কে এম রফিকুল হোসেন।

০১৩. মূলধারার রাজনীতি বাংলাদেশ আওয়ামী লীগ: কাউন্সিল ১৯৪৯-২০১৬, হারুন-অর-রশিদ, বাংলা একাডেমি, ২০১৬, পৃ. ৪

সভাপতি: মওলানা আবদুল হামিদ খান ভাসানী
সহ-সভাপতি:
আতাউর রহমান খান,
আব্দুস সালাম খান,
আলী আহমদ খান,
আলী আমজাদ খান,
সাখাওয়াত হোসেন,

সাধারণ সম্পাদক: শামসুল হক।
যুগ্ম-সম্পাদক: শেখ মুজিবুর রহমান
সহ-সম্পাদক:
খন্দকার মোসতাক আহমদ,
এ কে এম রফিকুল ইসলাম।
কোষাধ্যক্ষ – ইয়ার মোহাম্মদ খান।

০১৪. বাংলাপিডিয়া, ২০১৫, হারুন-অর-রশিদ

সভাপতি: মওলানা আবদুল হামিদ খান ভাসানী
সহ-সভাপতি:
আতাউর রহমান খান,
শওকত হোসেন,
আলী আহমদ খান, ।
সাধারণ সম্পাদক: শামসুল হক।
যুগ্ম-সম্পাদক: শেখ মুজিবুর রহমান, খোন্দকার মোশতাক আহমদ
এ.কে রফিকুল হোসেন।
কোষাধ্যক্ষ: ইয়ার মোহাম্মদ খান।

০১৫. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মোনায়েম সরকার, আশফক-উল-আলম, (বাংলাদেশ ফাউন্ডেশন ফর ডেভেলপমেন্ট রিসার্চ, আগামী প্রকাশনী), ২০১৪, পৃ. ৮০।

সভাপতি: মওলানা আবদুল হামিদ খান ভাসানী।
সহ-সভাপতি:
আতাউর রহমান খান এডভোকেট,
সাখাওয়াত হোসেন,
আলী আহমদ খান এম এল এ,
আলী আমজাদ খান এডভোকেট,
আব্দুস সালাম খান এডভোকেট।
সাধারণ সম্পাদক: শামসুল হক।
যুগ্ম-সম্পাদক: শেখ মুজিবুর রহমান
সহ-সম্পাদক: খোন্দকার মোস্তাক আহমদ, এ.কে এম রফিকুল হোসেন।
কোষাধ্যক্ষ – ইয়ার মোহাম্মদ খান।

০১৬. বঙ্গবন্ধু শেখ মুজিব, মযহারুল ইসলাম, বাংলা একাডেমী ১৯৭৪, পৃ. ১২০

সভাপতি: মওলানা ভাসানী।
সহ-সভাপতি: আতাউর রহমান খান,
আব্দুস সালাম খান
আবুল মনসুর আহমদ।
সাধারণ সম্পাদক: শামসুল হক।
সহ-সম্পাদক:
শেখ মুজিবুর রহমান,
রফিকুল হোসেন,
খোন্দকার মোশতাক আহমদ,

017. The Red Moulana: An Essay on Bhashani's ever-oppositional Democratic Spirit, Nūrula Kabīra, Publisher: Dhaka: Samhati Publications, 2012, p. 45.

President: Moulana Bhashani .
Vice-president:
Ataur Rahman Khan,
Abdus Salam Khan
General Secretary: Shamshul Huq,
Joint Secretarie: Sheikh Mujibur Rahman, Khondakar Mustaq Ahmed.

০১৮. মওলানা ভাসানী, শাহরিয়ার কবির, যুব উন্নয়ন অধিদপ্তর, ১৯৯০, পৃ. ৪১,

সভাপতি: মওলানা ভাসানী।
সাধারণ সম্পাদক: শামসুল হক।
যুুুগ্ম সম্পাদক: শেখ মুজিবুর রহমান।

019. Statesman (Calcutta), June 26, 1949.

Chairman: Moulana Abdul Hamid Khan
Secretary: Mr. Shamsul Huq MLA
Joint Secretary: Sheikh Mujibur Rahman (security prisoner)
The committee comprising 31 members includes Mr. A K Fazlul Huq former Premier of undivided Bengal and Mr. Shamsuddin ahmed, former Minister of undivided Bengal.

020. Political Parties in Pakistan 1947-1958, Mohammad Rafique Afzal, Ph.D. Thesis, Department of Islamic Studies, Toronto University, 1974. p.150.

President: Maulana Bhashani
Vice President: Ata al-Rahman
General Secretary: Shams al-Haq
Joint Secretary: Shaikh Mujib al-Rahman

উপরোক্ত পুস্তক, গবেষণা গ্রন্থ, থিসিস ইত্যাদিতে আওয়ামী লীগের প্রথম কমিটির কম্পোজিশন সম্বন্ধে কোনো অভিন্নতা লক্ষ্য করা যায় না। তাহলে প্রশ্ন হচ্ছে ১৯৪৯ সালে জুনে প্রতিষ্ঠিত আওয়ামী মুসলিম লীগের প্রথম কমিটি গঠিত হয়েছিল কাদেরকে নিয়ে? এক্ষেত্রে আমরা অলি আহাদের বক্তব্য গ্রহণ করতে পারি। কেননা তিনিই একমাত্র লেখক যিনি আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠাপ্রক্রিয়ার সাথে সম্পৃক্ত ছিলেন। তিনি তার রাজনৈতিক আত্মজীবনী জাতীয় রাজনীতি ১৯৪৫ থেকে ৭৫ (খোশরোজ কিতাব মহল লিমিটেড, ১৯৯৭, পৃ. ৭৩) গ্রন্থে চল্লিশ সদস্য বিশিষ্ট অর্গানাইজিং কমিটির কথা বললেও এগার জনের নাম উল্লেখ করেছেন। মনে হয় অর্গানাইজিং কমিটির সদস্যদের নাম উল্লেখ না করে তিনি শুধু পোর্টফোলিও হোল্ডারদের নাম উল্লেখ করেছেন। এই পোর্টফোলিওধারীদের নাম নিম্নরূপ:

সভাপতি: মওলানা আবদুল হামিদ খান ভাসানী
সহ-সভাপতি:
আতাউর রহমান খান এডভোকেট,
সাখাওয়াত হোসেন, ঢাকা চেম্বার অব কমার্স,
আলী আহমদ খান, এম এল এ,
আলী আমজাদ খান, এডভোকেট,
আব্দুস সালাম খান, এডভোকেট,
সাধারণ সম্পাদক: শামসুল হক।
যুগ্ম-সম্পাদক: শেখ মুজিবুর রহমান,
সহ-সম্পাদক: খোন্দকার মোশতাক আহমদ ও এ.কে রফিকুল হোসেন
কোষাধ্যক্ষ: ইয়ার মোহাম্মদ খান।