আওয়ামী লীগের নেতৃত্বে নতুন মুখ আসছে?

অজয় দাশগুপ্তঅজয় দাশগুপ্ত
Published : 6 Dec 2019, 04:00 AM
Updated : 6 Dec 2019, 04:00 AM

নির্জীব রাজনীতিতে আওয়ামী লীগই একক শক্তি। যেভাবে হোক আর যে যে কারণে হোক তাদের দখলে সবকিছু। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ক্যারিশমা আর নেতৃত্বের গুণে তারা যে সুফল ভোগ করছে তা নিশ্চিত। মাঠ থেকে উচ্চ পর্যায়ে নেতাদের কী ভূমিকা বা তারা আসলে কতটা সক্রিয়, কী করেন সেটাও জানে না কেউ। দেশে গিয়ে দেখলাম মানুষ সম্পূর্ণ রাজনীতি বিমুখ। নানা বিষয়ে তাদের মতপার্থক্য বা রাগ ক্রোধ থাকলেও রাজনীতি সমাধান দিতে পারবে বলে  মনে করে না কেউ। এমন রাজনীতি বিমুখ সমাজ আমি কোন দেশে দেখিনি। যেসব উন্নত দেশকে আমরা রাজনীতিহীন বলে মনে করি তার একটিতে বসবাস আমার। অভিজ্ঞতা থেকে বলতে পারি কথাটা পুরো সত্য না। কারণ মানুষ এখানে রাজনীতি মানে মিছিল মিটিং বা সভা মনে করে না। কিন্তু ভোটের বাক্সে ঠিক জানিয়ে দেয় কী তার মতামত। বুঝিয়ে দেয় কাকে তারা চায়, আর কাকে চায় না। সে জায়গাটাও দেশে এখন আর নাই। ভোট নিয়ে রঙ্গ প্রহসন ছাড়া কারো মুখে কোন কথা শুনিনি। এমন বাস্তবতায় আওয়ামী লীগই একমাত্র দল। বিরোধী দল না থাকায় তারা নিজেরা নিজেরা মাঝে মাঝে মারামারি করে। চেয়ার টেবিল ভাঙে। যেন দেখে মনে হয়- 'না আছে। এখনো রাজনীতি আছে।' তো এই দলের সাধারণ সম্পাদক তার কাজ ও মাঠ পর্যায়ে দৌড়াদৌড়ির জন্য একসময় শিরোনামে থাকতেন। শারীরিক কারণে তিনি একটু দমলেও তার কথাই মিডিয়াতে শোনা যায় বেশি। আওয়ামী লীগের সম্মেলনে নতুন মুখ আসবে জানিয়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, 'সাধারণ সম্পাদক পদে পরিবর্তন আসবে কিনা তা দলীয় সভাপতির এখতিয়ার।' এই হলো তার নতুন বক্তব্য।

নতুন মুখ আসুক আর পুরনো মুখ থাকুক, গণতন্ত্র বা রাজনীতির কী লাভ লোকসান হবে বোঝা মুশকিল।  আওয়ামী লীগের দলগত ভূমিকার চাইতেও মানুষ দেখছে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন। তবে এটা ঠিক ঐতিহ্যবাহী এই দলের শীর্ষ যে কোন পদের রদবদল বা কে আসলো, কে গেল- তা বিষয় বটে। এর আগে আমরা সৈয়দ আশরাফের মত মানুষকে দেখেছি সাধারণ সম্পাদক পদে। কম কথা বলতেন। সব বিষয়ে মতামত দিতেন না। কিন্তু আমরা জানি হেফাজতের সময় যখন মতিঝিলকে ঘিরে সরকার পতনের ষড়যন্ত্র ফলবতী করার পথে, যখন মানুষ ঠিক বুঝতে পারছিল না আসলে কাল সকালে কী হবে, যখন এরশাদও পাল্টি খেয়ে মতিঝিলে আগত লোকজনকে সরবত পানি পান করানোর ঘোষণা দিলেন, তখন তার ভূমিকা ছিলো বলিষ্ঠ। নেতা কে? কাকে আমরা বলি নেতা? শাস্ত্রে বলে যিনি বিপদের সময় স্থির, যিনি জানেন তিনি কী করছেন, যিনি বিরূপ ও প্রতিকূল পরিবেশে নড়েন না তিনিই নেতা। আশরাফ ভাই তেমন একজন মানুষ যিনি- 'কথা কম কাজ বেশিতে বিশ্বাসী ছিলেন'। তার একটা কথা মনে পড়ে। তিনি শেখ হাসিনার মাধমে আওয়ামী লীগের মানুষ ও দেশকে জানিয়েছিলেন তাদের রক্তে বেঈমানি নাই। আর তারা জানেন না কিভাবে তা করতে হয়। এটা চার জাতীয় নেতার পরিবার বারবার প্রমাণ করেছে। অপমান বা অবহেলার পরও তারা দল ছেড়ে যান নি। সৈয়দ আশরাফ আরো একটা কথা বলে আওয়ামী লীগ ও তার সমর্থক এমনকি বিরোধীদেরও চমকে দিয়েছিলেন।

তার মতে, "আওয়ামী লীগ একটি অনুভূতির নাম।" আপনি যদি ইতিহাস আর অতীতের দিকে তাকান এর কোন বিকল্প পাবেন না। আশরাফ ভাই প্রগলভ কিংবা সববিষয়ে বলতেন না বলেই- যখন বলতেন খাঁটি কথা বলতেন। বলা হয়ে থাকে সব ভালো তার শেষ ভালো যার। তার জানাজায় মানুষের ঢলের কথা নিশ্চয়ই ভুলে যাইনি আমরা। সাধারণত সরকারি দলের নেতাদের প্রতি মানুষ অতটা সহানুভূতিশীল থাকে না। কিন্তু তার বেলায় সেটাও মিথ্যা প্রমাণিত হয়েছিল।

কথাগুলো বললাম এই কারণে, সামনে আওয়ামী লীগ কাকে সম্পাদক নির্বাচিত করবে বা দল কাকে চাইবে সেটা তাদের ব্যাপার। কিন্তু মনে রাখা প্রয়োজন মানুষ খুব বেশি সন্তুষ্ট না। তারা নানা কারণে তেতে আছে। রাজনীতিহীন সমাজে দল বা মতামতে কিছু যায় আসে না বলে চুপ থাকে। আর কোনভাবেই উন্নয়ন ও অগ্রগতি ব্যাহত হোক সেটা তারা চায় না। কিন্তু এর মানে এই না যে তারা কিছু দেখে না। তারা খুব ভালো জানে আর বোঝে কে বা কারা কথা বলে মন গলাতে চায়। সে কথাগুলো বারবার বলতে বলতে এমন এক জায়গায় চলে এসেছে, মানুষ শুনলেই টিভির চ্যানেল বদলে দেয়। আওয়ামী লীগের মতো দল যদি এভাবে নেতাদের জনমনে ক্রোধের শিকার হতে দেয় তাদের ভবিষ্যত কি এমন থাকবে?

আওয়ামী লীগের মাঠ পর্যায়ের কর্মীরা কী চায় বা কী তাদের মনোভাব তা কি আমলে নেবে তারা? আমাদের দেশের রাজনীতিতে যে কোন দলই মূলত কর্মীদের কথা শোনে না। আর শুনলেও কেয়ার করে না। এটা উপমহাদেশেও সত্য। ভারতে গণতন্ত্র থাক আর যাই থাক কংগ্রেস এখনো গান্ধী পরিবার বলা উচিত নেহেরু পরিবারেই সীমাবদ্ধ। পাকিস্তানে সত্যিকার অর্থে যে রাজনৈতিক দল সেই পিপলস পার্টিও পরিবারের বাইরে ভাবতে পারেনি। তার ফলাফল কিন্তু সবাই দেখছে। রাহুল গান্ধীর নেতৃত্বে ভরাডুবি ঠেকাতে পারেনি কংগ্রেস। বেনজীরের পর পিপলস পার্টির অবস্থাও ঠিক তেমন। আমাদের দেশে ছায়া দল হলেও বিএনপি-ই মূলত বিরোধী দল। খালেদা জিয়া কারাগারে যাবার পর সে দলের একজন নেতাও নাই যার কথায় মানুষ জাগতে পারে। বরং কয়দিন আগে দেখলাম যেখানে তাদের মহাসচিব ও অন্যান্য নেতারা বলছেন- এখনই সময় একদফা আন্দোলন করে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। অন্যদিকে মওদুদ আহমেদ বলছেন- 'এখনো তার সময় হয় নি।' বুঝুন এবার। কোন দলে যে কে ঘাপটি মেরে আছে বা থাকে  সেটা বোঝাই এখন মুশকিলের ব্যাপার। তাছাড়া দলের সব ডিসিশন যদি বিলেত থেকে আসে, আর সে লোকটি যদি অপরাধের দায়ে দেশে আসতে না পারে সে দলের ভবিষ্যত কোথায়? কেন মানুষ তাদের সমর্থন করবে?

অন্যদিকে রাজনীতিতে আমাদের দেশ ও সমাজে কেউ বিদায় নেয় না। হয় তাকে যেতে হয়, নয়তো তাকে সরানো হয়। জোর জবরদস্তি বা চাপের মুখে ছাড়া কেউ যায়নি কোনকালে। সেখানে আওয়ামী লীগ কেন ব্যতিক্রম হবে? তাদের ভরসা একটাই- শেখ হাসিনার  প্রজ্ঞা। তিনি ঠিকমতো সিদ্ধান্ত নিতে জানেন বলে তারা এখনো বিপদের মুখে পড়ছে না। তাই এটা মানতেই হবে মানুষের আগ্রহ থাকবে তার নির্দেশের প্রতি- বদলে যাওয়া কোন মুখ আসবে, না একই মুখ আসবে আবার? দেশ ও রাজনীতির তাতে কতটা উপকার হবে জানি না। তবে এটা ঠিক আওয়ামী লীগের নেতৃত্বে পরিবর্তন আসতে পারে এটা বড় খবর। কেন যে বড় খবর সেটাও অবশ্য এখন বোঝা যাচ্ছে না। তবে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যখন ইঙ্গিত দিলেন নিশ্চয়ই কিছু একটা ঘটতে পারে বলে অনুমান করা যায়।