দেশে ফেরার এই প্রভাতফেরি

আনিসুর রহমান
Published : 19 July 2016, 04:35 AM
Updated : 28 May 2022, 09:18 AM


মাছের যেমন জলে তাড়া পাখির তেমন তরুশাখা নীড়ে;
যাত্রার এ পথে আমার এই প্রভাতফেরি তোমাদের ঘিরে;
ভালো থেকো সুখে থেকো দেশ ঘিরে সকলের জন্ম জন্মান্তরে।

আমার বাবার স্মৃতি রাঙানো আমাদের সূর্যদীঘল বাড়ি;
সব ছেড়েছুড়ে দেশমাটির ছেলে আমি বিদেশে থাকতে পারি?
তাই তো যাবার বেলা বলে জনকের দেশভূমি ভিটেয় ফিরি।

দেশ নিয়ে বুকের ভেতর আর চোখে ছিল স্বপ্নে ফেরা ঘর;
জনকের দোহাই সাহস আমার মায়ের আঁচল ঠিকানা;
মুছি কপালের ঘাম পেয়ে ধরাধাম দেশভূমি জন্ম তানানা।

অনেকে গিয়েছে স্বর্গপথে, আর কতকাল দুনিয়ার মেলে?
চলি তাহলে সকলরে ছেড়ে সকলের সেই চিরন্তন পথে;
রেখে গেলাম ভাইয়ের স্মৃতি কী দেখো ইতিহাসের পাতা খুলে।

পদ্মা মেঘনা যমুনা বুড়িগঙ্গার তীরে এই জনপদ ঘিরে;
এই সবুজ এই লাল রক্তরাঙা পতাকার জমিন জুড়ে;
খেয়ে পরে সকলে ভালো থেকো তোমাদের এই সুখের নীড়ে।

'জগৎ ভ্রমিয়া শেষে, জনকের দেখানো পথের পরে আজ;
ইতিহাসে লেখা কী নাম আবদুল গাফফার চৌধুরী দেশে ফিরে'।