A.-B.-Mirza-Azizul-Islamজন্ম ১৯৪১ সালের ২৩ ফেব্রুয়ারি পাবনার সুজানগরে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬১ সালে অর্থনীতিতে স্নাতকোত্তর করেছেন। এরপর যুক্তরাষ্ট্রের উইলিয়ামস কলেজ থেকে উন্নয়ন অর্থনীতিতেও স্নাতকোত্তর করেন। পিএইচ-ডি করেছেন যুক্তরাষ্ট্রেরই বোস্টন বিশ্ববিদ্যালয় থেকে।

কর্মজীবন শুরু করেন ১৯৬২ সালে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক হিসেবে। ১৯৬৪ সালে যোগ দেন সিভিল সার্ভিস অব পাকিস্তানে (সিএসপি)। ১৯৮২ সালে জাতিসংঘে যোগ দেন তিনি। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ছিলেন।

২০০৭-০৮ সালে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ছিলেন।

বর্তমানে তিনি ব্র্যাক ইউনিভার্সিটির ভিজিটিং প্রফেসর।