mehdi--p-08599জন্মগ্রহণ করেন ১৯৬৬ সালে ঢাকায়। ১৯৯১ সালে বুয়েট থেকে পুর কৌশলে গ্রাজুয়েশন করে একই বছর জুনে একই বিভাগে লেকচারার হিসেবে যোগ দেন। ১৯৯৬ সালে টোকিও বিশ্ববিদ্যালয় থেকে পুর কৌশলে পিএইচডি করেন। ২০০৬ সালে তিনি অধ্যাপক হিসেবে পদোন্নতি লাভ করেন।

অধ্যাপক আনসারী BUET-JIDPUS (জাপান ইস্টিটিউট অব ডিজেস্টার প্রিভেনশন এন্ড আরবান সেফটি)-এর পরিচালক। বাংলাদেশ আর্থকোয়েক সোসাইটির প্রতিষ্ঠাতা নির্বাহী তিনি। বাংলাদেশ সরকারের ডিজেস্টার ম্যানেজমেন্ট কমিটির উপদেষ্টা সদস্য।

দেশী বিদেশী জার্নালে তাঁর অসংখ্য গবেষণা প্রকাশিত হয়েছে।