plato-pখুলনায় ১৯৬৭ সালে ২৪ এপ্রিল জন্ম। বাবা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চাকরিতে যোগ দেয়ায় দুবছর বয়সেই খুলনা ছেড়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আবাসে চলে যান। রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাস করে ১৯৮৭ সালে ওই বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স ও ব্যাংকিং বিভাগে ভর্তি হন। বিশ্ববিদ্যালয়ের ছাত্র জীবনে স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন। ১৯৯৪ সালে ফাইন্যান্স ও ব্যাংকিং বিভাগ থেকে স্নাতকোত্তর পাশ করে ঢাকায় কর্মজীবন শুরু করেন। বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে চাকরি করেছেন। পরে সাংবাদিকতায় যোগ দেন। চ্যানেল আই ও ইনডিপেনডেন্ট টেলিভিশনে সাংবাদিক হিসেবে কাজ করেছেন। বর্তমানে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এ কর্মরত।