রিটন খান
লেখক, প্রকৌশলী। যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যখাতে প্রকৌশলী হিসেবে কাজ করেন, পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছেন। মূলত প্রযুক্তি আর সমাজের সম্পর্ক, বিশেষত AI-এর নৈতিকতা, গোপনীয়তার সংকট, আর মানুষের জীবনে প্রযুক্তির প্রভাব নিয়ে গবেষণা করছেন। যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে "Strategic Planning for Public Libraries"এবং "Scrolls in the Age of the Book" বিষয়েও পড়াশোনা করেছেন।
বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে বসবাস করছেন।