আমার ডাকনাম অন্ধকার…

তাপস গায়েন
Published : 16 July 2016, 08:00 AM
Updated : 16 July 2016, 08:00 AM

(কবি আলফা পারভীন স্মরণে)

রণদেবী এথিনাকে দেখিনি কখনো
যেভাবে তুমি ছিলে আমার অদেখা ঈশ্বরী
কবি তুমি, অসামান্য যোদ্ধা তুমি, আর ছিলে অপরূপা নারী
এখন তোমার ছায়া স্থির, যেভাবে সুসজ্জিত হয়ে আছে
গ্রীক বর্ণমালার আদ্যাক্ষর, তাই
প্রেমহীন কবি এসে জড়ো হয়েছিল তোমারই চারিপাশে
প্রেমের কাছে আসতে আমাদের
পার হয়ে যায় শতকোটি বছর;
কবিরা আসে যত দ্রুত,
চলে যায় তারও থেকে দ্রুততর বেগে


মহাকালব্যাপী তাই চিতাগ্নি জ্বলে!

সূর্যের বর্ণচ্ছটায় আঁকা তোমার কালো শাড়ির আঁচল
অভাবিত উজ্জ্বল, করুণ;
সিঁদুরের মতো লাল তোমার কপালের টীপ, আর
প্রতিসাম্যময় তোমার অবয়বের কাছে যখন
সময় এসে থমকে দাঁড়িয়েছিল,

তখন আমি বলেছিলাম, 'চাই একদিন আমাদের একসাথে কফি পান…'
তুমি বলেছিলে, 'যাব, যেইদিন আপনার প্রবাস জীবনে অবসর হবে…'

কফিশপে এখনও পড়ে আছে দুইটি চেয়ার,
আপাত শূন্যতায় শান্ত, যেন তন্ময়তায় পেঁচার দুই চোখ
তুমিহীন তোমার শহরে আজো ধুলো ওড়ে সারাদিন
উড়ে যায় অপরাহ্ণের কাক
জানি কালের ঈশ্বরীর আরতি শেষে ফিরে গেছে রাতের পুরোহিত
উন্মাদ আশ্রমের নির্জনতা নিয়ে
জেগে আছে রাতের আকাশ
যার কোনও ঠিকানা নেই
কিন্তু সময় সে তো ব্যাপ্ত,
যেভাবে দিনের উন্মেষে জেগে ওঠে কফিশপ, আর
ফিরে আসে হারিয়ে যাওয়া শহরের সবচেয়ে
সুন্দর আর মেধাবী তরুণী,কিন্তু
তুমি নেই বিকালের ছাদের কার্নিসে;
অস্থিরতা ব্যাপ্ত হতে থাকে
জন্মে আর জীবনে,
হেমন্তের পাতা ঝরে
প্রবাসের কোনও এক পাহাড়ের সানুদেশে…

এখনও তোমার কবিতা পড়ে আছে ফেইস্‌বুকে; সেইখানে
তোমার কবিতা এবং মুখাবয়ব প্রশান্ত মহাসাগরের মতোই অশান্ত ।

জানি, উর্মিল ঢেউয়ের মতো আমাদের হৃদয়াবেগ জাগে
যেইখানে হৃদয়াবেগ, সেইখানে বস্তুর কম্পন, তরঙ্গায়িত ঢেউ

একদিকে কবির লাম্পট্য, অন্যদিকে অপূর্ণ জীবনের আত্মাহুতি
দর্পণে বিম্বিত মহাকালের চিতাগ্নি জ্বলে…

নিউইয়র্ক ।। জুন ৩০-জুলাই ১৫, ২০১৬

কবিতার নাম, "আমার ডাকনাম অন্ধকার," কবি আলফা পারভীনের ফেইস্‌বুকে পড়ে থাকা তাঁর কবিতার একটি খণ্ডিত পংক্তি ।