‘কিন্তু’ গীত

লীসা গাজী
Published : 20 May 2015, 08:20 AM
Updated : 20 May 2015, 08:20 AM

'কিন্তু' গীত গানেওয়ালা 'কিন্তু' গীত বাঁধেন
যৌন হ্য়রানি ন্যাকারজনক
সেইটা ভালোই বোঝেন
'কিন্তু' বাইরে যখন পড়বে পা
সবার নজর সমান না
স্মরণ রাখা চাই

আরে ধর্ম-মতে, লোক-মতে
নিজের মান নিজের বটে
বেশভূষা, চাল-চলনে
স্পষ্ট থাকা চাই

'কিন্তু' গীত গানেওয়ালা 'কিন্তু' গীত সাধেন
দিনদুপুরে পড়ে লাশ
লেখার দায়ে সর্বনাশ
বুকটা ফাটে আহা

'কিন্তু' লোক-ধর্মে করলে আঘাত
কে বা রোধে বজ্রপাত
ধর্মানুভূতি ভীষণ অতি
খেলা কথা না।

সমাজ গুরু জ্ঞানের আধার
ব্যাপার খতিয়ে দেখেন
রাষ্ট্রে 'কিন্তু' সমাজে 'কিন্তু'
রাজাও 'কিন্তু' রানিও 'কিন্তু'
সরল 'কিন্তু' বাঁকাও 'কিন্তু'
ধর্মে 'কিন্তু' জিরাফে 'কিন্তু'
বামেও 'কিন্তু' ডানেও 'কিন্তু'
'কিন্তু'র কারবার

বিষম ডান আর বিষম বামে
ফারাক মেলা ভার
কন্ঠভরা 'কিন্তু' গীত বড়ই চমৎকার

'কিন্তু' গীতের কোরাস হবে কন্ঠ দেবে কে
কন্ঠ দেবে রাজনীতিবিদ, বুদ্ধিজীবী,
পুলিশ, সেনা, ছাত্রজীবী, ধর্মজীবী
গলা সেধেছে সবে গলা সেধেছে।

লন্ডন, ১৯ মে ২০১৫