বাংলা একাডেমীতে বই মেলা চাই না

আরিফ জেবতিক
Published : 26 Feb 2012, 01:29 PM
Updated : 26 Feb 2012, 01:29 PM

বাঙালির থেমে থাকা অথবা হয়তো ক্রমাগত ছোট হয়ে আসার একটা বড় উদাহরণ হতে পারে আমাদের বাংলা একাডেমী আয়োজিত একুশের বই মেলা। এর কোনো পরিবর্তন নেই, প্রকৃত বৃদ্ধি নেই, লক্ষ্য-উদ্দেশ্যের কোনো বালাই নেই, ব্যবস্থাপনার কোনো উন্নতি নেই।

দীর্ঘদিন ধরেই এই বই মেলার আয়োজন নিয়ে মৌসুমী কিছু মৃদু কথাবার্তা হয় এবং ফেব্রুয়ারি শেষ হলেই সেই আলোচনা পরবর্তী বছরের জন্য মুলতবি হয়ে যায়। কিন্তু আমার মনে হচ্ছে, এই আলোচনাটা আরেকটু জোরগলায় করার সময় এসেছে। এই বই মেলাটা আমাদের এবং একে বাড়িয়ে তোলাটা আমাদের সবারই দায়িত্ব।

প্রথমেই প্রশ্ন হচ্ছে– মেলার আয়োজন কেন? যে কোনো মেলার আসলে দুটো উদ্দেশ্য। প্রথমটি বাণিজ্যিক; দ্বিতীয়টি সাধারণ মানুষের বিনোদন। যদিও বিনোদন সামনে রেখেই সাধারণত মেলা আয়োজিত হয়, কিন্তু বাণিজ্যিক দিকটিই আসল উদ্দেশ্য। আমাদের বই মেলার দিকে গভীরভাবে তাকালে দেখা যাবে, অসীম সম্ভাবনা সত্ত্বেও বই মেলা থেকে এই দুটো উদ্দেশ্যের কোনোটিই খুব বেশি অর্জিত হচ্ছে না।

যে কোনো বিকেলে মেলায় প্রবেশ করে দেখুন। বিশেষ করে সাপ্তাহিক ছুটির দিনে যখন নাগরিক মানুষের বিনোদন প্রয়োজন, তখন তো কথাই নেই। শাহবাগ থেকে লাইনে দাঁড়াবেন এবং সেই লাইনও রিক্সা, গাড়ির মাঝ দিয়ে এঁকেবেঁকে, হকারের পসরা ডিঙিয়ে মেলায় পৌঁছাতে পৌঁছাতে আপনাকে ক্লান্ত করে ফেলবে। এসব দিনে বই মেলার কোনো স্টলের সামনে দাঁড়িয়ে শান্তিমতো বই দেখা অসম্ভব একটি ব্যাপার। প্রচণ্ড ভিড়ে নিঃশ্বাস ফেলার জো থাকে না। আমি ব্যক্তিগতভাবে অনেককে চিনি যারা বই মেলায় গিয়ে বই কিনতে না পেরে একাধিক ছুটির দিনে ফিরে এসেছেন। আমাদেরকে মেনে নিতে হবে যে, মানুষ এই মেলায় প্রবেশ করে বেড়ানোর আনন্দটুকু ভোগ করতে পারছে না, বইও কিনতে পারছে না। মেলা আয়োজন তাই সফল হচ্ছে বলা যাচ্ছে না।

বই মেলা নিয়ে এই লেজেগোবরে অবস্থার বড় দায় আয়োজক সংস্থা বাংলা একাডেমীর। বিশ্বের সব দেশে যেখানে গবেষণা প্রতিষ্ঠানগুলো শৌর্যে-বীর্যে নিজেদের দেশ ও জাতিকে সমৃদ্ধ করতে ব্যস্ত, তখন আমাদের একটি গবেষণা প্রতিষ্ঠান বাংলা একাডেমীর বছরের ৩ মাস কেটে যায় স্টলের বাঁশ আর চাটাইয়ের ম্যানেজমেন্টে। বই মেলা আয়োজন বাংলা একাডেমীর দায়িত্বের মাঝে পড়ে না, এই বই মেলা তাদের চালুও করা নয়, কিন্তু বছরের পর বছর তারা এই মেলা তাদের আঙিনায় ধরে রাখছে। তা-ও যদি তাদের ব্যবস্থাপনা উন্নতমানের হত, তাহলে হয়তো এক ধরনের সান্ত্বনা পাওয়া যেত। কিন্তু ব্যবস্থাপনার দীনতা বরং জনসমক্ষে একাডেমীর ইভেন্ট ম্যানেজমেন্টের অযোগ্যতা ও অদক্ষতা প্রকট করে তুলছে।

উদাহরণ দেওয়া যাক। প্রথমেই একটি হিসেব দেখি। বই মেলায় ছুটির দিনে প্রতি সেকেন্ডে একেকটি নিরাপত্তা গেট দিয়ে একজন করে মানুষ প্রবেশ করেন। এই স্রোত বিকেল ৪টা থেকে শুরু করে রাত ৮টা পর্যন্ত চলতে থাকে। টিএসসির দিক দিয়ে দুটি প্রবেশ গেট দিয়ে এই হিসাবে লোক ঢুকলে এই সময়ের মাঝেই মেলায় প্রবেশ করেন কমপক্ষে ষাট হাজার মানুষ। ধরে নিতে পারি যে, দোয়েল চত্ত্বর দিয়েও সমসংখ্যক মানুষ মেলায় প্রবেশ করেন। এই বিপুল জনস্রোতের জন্য বাংলা একাডেমীর তথাকথিত টয়লেট আছে মাত্র ৪/৫টা। দেয়ালের সঙ্গে লাগিয়ে রাখা খোলা নোংরা এই টয়লেটই হচ্ছে একাডেমীর ব্যবস্থাপনার মানের একটি বড় প্রতীক। বছরের পর বছর এখানে মেলা আয়োজন করলেও টয়লেট ব্যবস্থাপনাটাই আজ পর্যন্ত সঠিকভাবে করতে পারেনি একাডেমী। মেলা আয়োজনের অন্যান্য বড় ব্যাপারগুলোকে আলোচনায় না টেনে এই টয়লেট তাই উদাহরণ হিসেবে নিলাম।

এর বাইরে প্রতিনিয়ত তাদের অযোগ্যতা আর উদাসীনতা পাল্লা দিয়ে চলছে। এ বছর মেলা শুরুর আগে একটি টাস্কফোর্স গঠন করা হয়েছিল। প্রথম দিন থেকেই টাস্কফোর্সের মাঠে নামার কথা থাকলেও অবশেষে ২৫ দিন পর তারা মাঠে নামে। এ অভিযানে নয়টি স্টল থেকে ডোরেমন, পোকেমন, মি. বিন, এনসাইকোলপিডিয়া, বারবি ডলসহ অননুমোদিত প্রায় ১২৫টি বই জব্দ করা হয়। বই মেলার বড় জোয়ারটা ২১ তারিখ পর্যন্ত চলে, কিন্তু টাস্কফোর্স নেমেছে আরও পরে, মেলা শেষ হওয়ার ৪ দিন আগে। এগুলোই বাংলা একাডেমীর ব্যবস্থাপনা-দক্ষতার সীমা। এর বেশি কিছু করার মুরোদ তারা কোনো কালেই দেখাতে পারেনি।

এ রকম আরও কয়েক ডজন উদাহরণ দেয়াও যাবে, যেখানে ব্যবস্থাপনার অদক্ষতার জন্য মেলা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে সবচাইতে বড় উদ্বেগের বিষয় হচ্ছে জনমানুষের নিরাপত্তা বিষয়ে মেলার আয়োজকদের উদাসীনতা। মেলার জায়গার ধারণক্ষমতা অনুযায়ী লোক প্রবেশ করানোর কোনো চিন্তা কখনও হয়নি। সবাই ঢুকে পড়ছেন অনায়াসে। এই যে দমবন্ধ পরিবেশ, যেখানে শরীরের সঙ্গে শরীর লেপ্টে মানুষ চলাচল করে, সেখানে যদি কোনো দুর্ঘটনা ঘটে, তাহলে কী হবে? এত মানুষ যদি একসঙ্গে মেলা থেকে বেরিয়ে আসতে চায়, তাহলে কত মানুষ অন্যের পায়ের নিচে পড়বে?

আধুনিক বিশ্বে কোনো নির্দিষ্ট স্থানে জনসমাগম করার ক্ষেত্রে এই নিরাপত্তার বিষয়টি প্রথমেই চিন্তা করা হয়। কিন্তু আমাদের বই মেলায় এই বিষয়টি আজ পর্যন্ত উপেক্ষিতই হয়ে আসছে। কামনা করি, কোনোদিন যাতে বড়সড় মূল্য চুকিয়ে আমাদেরকে এই বিষয়টি শিখতে না হয়।

ঢাকার ক্রমবর্ধমান জনসংখ্যা, প্রতি বছর বাংলা একাডেমীর প্রাঙ্গন সংকুচিত হয়ে পড়া এবং তাদের ব্যবস্থাপনার মান বিবেচনা করে জোরেশোরে উচ্চারণ করা প্রয়োজন যে, বই মেলা এখান থেকে সরিয়ে নিতে হবে। এই দাবির বিপক্ষে আবার একদল লোক আছেন, যারা সব সময় বলে থাকেন, বাংলা একাডেমীর সঙ্গে মেলার একটি ঐতিহ্য ও চেতনাগত মিল আছে। চেতনা জিনিসটি এতটাই স্থাননির্ভর হয়ে পড়লে তো মুশকিল। এই বিষয়টি বিবেচনা করতে গিয়ে খুব বেশি ঐতিহ্য ও চেতনাপ্রেমীরা যদি মেলা সরাসরি শহীদ মিনারে নিয়ে যেতে চান তাহলেও আশ্চর্য হওয়ার কিছু থাকবে না।

বাস্তবে বই মেলার ইতিহাস খুব বেশিদিনের নয়, বাংলাদেশের প্রায় সমান বয়েসী এই মেলার শ্রীবৃদ্ধির জন্যই তাকে স্থানান্তর করতে হবে এখন। স্থানান্তরের ক্ষেত্রে অনেকের প্রস্তাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠ অথবা সোহরাওয়ার্দী উদ্যানের নাম শুনি। একটি বিশ্ববিদ্যালয়ে গোটা মহানগরের মানুষকে টেনে নিয়ে আসা যৌক্তিক চিন্তা নয়। তার উপর বিশ্ববিদ্যালয়ের মাঠটি মেলার আগেপিছে মিলিয়ে প্রায় ৩ মাস দখলে রাখা এবং বাঁশ-কাঠ পুঁতে মাঠটি ব্যবহার অযোগ্য করে ফেলার প্রস্তাব কীভাবে করা হয়, আমি ভেবে পাই না। একই কথা সোহরাওয়ার্দী উদ্যানের ক্ষেত্রেও। পরিবেশের বড় আকারের ক্ষতি করে সেখানে মেলা করার যে কোনো ভাবনা প্রথমেই বাদ দিতে হবে।

বাংলা একাডেমীর বাইরের রাস্তা পর্যন্ত যদিও-বা মেলা আনা গেল, আর আয়তন বৃদ্ধির ভাবনাটা ঘুরেফিরে সোহরাওয়ার্দী উদ্যান, বিশ্ববিদ্যালয়ের মাঠ, পাশের পারমাণবিক শক্তি কমিশনের দেয়াল ভেঙ্গে দেওয়া কিংবা বাংলা একাডেমীর পুকুর ভরাট করার মতো উদ্ভট সব সৃষ্ঠিশীলতার গণ্ডিতে ঘুরপাক খেতে থাকল, কিন্তু এর বাইরে ঠেলে নিতে প্রায় সকলেরই বড় আপত্তি।

যুক্তি দেখানো হয় যে, বাংলা একাডেমীতে বই মেলা আয়োজন না করলে নাকি বই মেলায় মানুষ আসবে না। এ প্রসঙ্গে তারা ঢাকা বই মেলার অসফলতার উদাহরণ সামনে নিয়ে আসেন। এসব কথা আসলে আয়োজকদের অযোগ্যতা ঢেকে রাখার চেষ্টা মাত্র। ঢাকা বই মেলা অসফল হওয়ার বড় কারণ সেখানে কোনো নতুন বই প্রকাশিত হয় না। নতুন বই প্রকাশিত না হলে সেই মেলার প্রতি পাঠকের উৎসাহ থাকবে কেন? এছাড়া এই মেলার কোনো নির্দিষ্ট তারিখ কিংবা স্থান সম্পর্কেও কারও জানা নেই। মিডিয়ার কোনো উৎসাহ থাকে না এই মেলা ঘিরে। এসব কারণেই ঢাকা বই মেলা ব্যর্থ হয়। এর সঙ্গে বাংলা একাডেমী প্রাঙ্গনের সম্পর্ক নেই।

সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে মেলা আয়োজন করতে পারলে সে মেলা সফল হবেই। আর মেলাকে যদি বাঙালির সত্যিকার মিলনমেলায় পরিণত করে আরও বড় সাফল্য নিতে হয়, তাহলে মেলা স্থানান্তর এখন প্রথম কাজ।

স্থানান্তরের ক্ষেত্রে আমার প্রস্তাব হচ্ছে এই বই মেলাকে রাজধানীর আগারগাঁও অঞ্চলে নিয়ে আসা। আগারগাঁও এলাকা ঘিরে মেলার বলয় তৈরি হয়েছে। দেশের সবচাইতে বড় মেলা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আয়োজিত হয় এখানে। এর বাইরে বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে সারাবছর জুতা সেলাই থেকে চণ্ডিপাঠের নানান মেলা তো লেগেই আছে। পাশের আইডিবি ভবনে সফটওয়্যার ও কম্পিউটার সামগ্রীর মেলা আরেকটি বড় বার্ষিক আয়োজন, যেখানে প্রতি বছরই বিপুল লোকসমাগম হয়।

সব মিলিয়ে আগারগাঁও এলাকা মেলার জন্য ঢাকা শহরের একটি উপযুক্ত জায়গা হিসেবে পরিচিত হয়ে উঠেছে।

ভালো হয় যদি বাণিজ্য মেলা একটু এগিয়ে এনে ২০ জানুয়ারির মধ্যে শেষ করা যায় এবং এই অস্থায়ী অবকাঠামো ব্যবহার করেই ১ ফেব্রুয়ারি থেকে বই মেলা শুরু করা যায়। এ ক্ষেত্রে স্টল ও অন্যান্য অবকাঠামো পুনর্ব্যবহারের মধ্য দিয়ে মেলার ব্যয় অনেক কমে আসবে। ক্রেতারা যদি দৈনন্দিন হাড়িকুড়ি কেনার জন্য আগারগাঁওয়ের বাণিজ্য মেলায় যেতে পারেন, তাহলে বইয়ের জন্য যেতে অপারগ হবেন, এমনটা ভাবা ঠিক হবে না। মানুষ বই ভালোবাসতেই চান এবং ভালোবাসেন বলেই এখনও বাংলা একাডেমীর এই স্টলজঙ্গলে ভিড় করেন, কোনো বিশেষ স্থানের প্রেমে তারা বই মেলায় যান না।

বই মেলা স্থানান্তরের পাশাপাশি ভেবে দেখা দরকার যে, বাংলা একাডেমীর ক্ষুদ্র জনবলকে এই মেলার সঙ্গে আর রাখার প্রয়োজন আছে কি না। একুশে বই মেলার নতুন ব্যবস্থাপক হিসেবে বাণিজ্য মন্ত্রণালয়কে ভাবা যেতে পারে। মেলা আয়োজনের উদ্দেশ্য বাণিজ্য এবং বই পণ্য হিসেবেই প্রকাশিত হয়। সুতরাং এই মেলা আয়োজনের দায়িত্বটা বাণিজ্য মন্ত্রনালয়কে দেওয়া উচিত। আন্তর্জাতিক বাণিজ্য মেলা পরিচালনার জনবল যেহেতু এই মন্ত্রণালয়ের আছে, সুতরাং একই স্থানে এক সপ্তাহ বিরতিতে নতুন মেলা আয়োজন তাদের জন্য কঠিন হবে না।

বাণিজ্য মেলার স্থানে বই মেলা স্থানান্তর করলে বই মেলার অনেক বড় সমস্যারই সমাধান সম্ভব হবে। প্রকাশকদেরকে বড় স্থান দেওয়া যাবে যাতে তারা সব প্রকাশিত বই প্রদর্শন করতে পারেন। বড় প্রকাশকদের জন্য আলাদা আলাদা প্যাভিলিয়ন বরাদ্দ করা যাবে। মানুষের পক্ষে স্বস্তির সঙ্গে বই দেখা এবং কেনা সহজ হবে। মেলার অন্যান্য প্রয়োজনীয় শর্তগুলোও এখানে নিশ্চিত করা সম্ভব হবে। বই মেলার শোভা যে নিয়মিত পড়ুয়া আড্ডাবাজ বাঙালি, তারাও ঘাসের গালিচায় গোল হয়ে বসে নিরুদ্রপ আড্ডায় মেতে উঠতে পারবেন।

বই মেলা আয়োজনের সঙ্গে প্রকাশকদেরকে বড় করে সম্পৃক্ত করতে হবে। এটা মূলত তাদেরই ব্যবসা এবং আয়োজনের বড় দায়িত্ব তাদের হাতেই থাকা প্রয়োজন। বর্তমানের বই মেলা বাংলা একাডেমীর অভিভাবকত্বে হয়ে থাকে, যেখানে প্রকাশকদের প্রতিনিধিরা দুর্বল গলায় আবেদন নিবেদন করা ছাড়া বড় কোনো ভুমিকা রাখতে পারেন বলে মনে হয় না। কিন্তু দেশের অন্যান্য মেলা যেভাবে ঐ ব্যবসার সঙ্গে সম্পৃক্ত ব্যবসায়ীদের উদ্যোগেই আয়োজিত হয়, বই মেলার ক্ষেত্রেও প্রকাশকদের সংগঠনকেই সেই দায়িত্ব নিতে হবে। প্রকৃত প্রকাশকদেরকে যত বেশি সক্রিয় করা যাবে, ততোই আমাদের প্রকাশনার শনির দশা কাটতে শুরু হবে।

এ প্রসঙ্গে বলতেই হয় যে, এখনকার একুশের বই মেলার একটি বড় সমস্যা হচ্ছে এক শ্রেণির ভুঁইফোড় ব্যবসায়ী। এরা যে কী, সেটা বলা মুশকিল। এরা না প্রকাশক, না প্রেস-ব্যবসায়ী। এই শ্রেণির লোকেরা প্রতি বছরই একুশে বই মেলার একটি বড় অংশ দখল করে নেন। এদের মূল কাজ হচ্ছে টাকার বিনিময়ে বই ছেপে দেওয়া। যে কেউ টাকা নিয়ে গেলেই এরা বই প্রকাশ করে দেন। যে লেখকের লেখা এর আগে কোনোদিন পাড়ার দেয়াল পত্রিকায়ও প্রকাশিত হয়নি, তেমন লেখকও এই মৌসুমী ব্যবসায়ীদের বদৌলতে দিব্যি 'পাবলিশড অথর' হয়ে যান।

আমি এখানে কোনো লেখকের বই প্রকাশের অধিকার কেড়ে নিতে বলছি না। কিন্তু এসব মুদ্রণ-ফড়িয়া, যারা প্রকাশক নামে মেলার মূল্যবান জায়গা নষ্ট করেন, তাদের মাধ্যমে অনেক ক্ষতি হয়।

প্রথমেই সমস্যা হয়, যে লেখক আরও বেশি পরিশ্রম করে, নিজেকে তৈরি করে হয়তো একদিন ভালো লেখক হিসেবে আত্মপ্রকাশ করতে পারতেন, তিনি যখন টাকার বিনিময়ে সহজেই লেখক পরিচয়ে পরিচিত হয়ে যান, তখন তিনি লেখার পেছনে পরিশ্রম করার চেষ্টা করেন না। ফলে প্রতি বছর এরকম শত শত লেখকের জন্ম হচ্ছে যারা এসব মুদ্রণ-ফড়িয়াদের পকেটে টাকা গুঁজে দিয়ে পরের বছর হারিয়ে যাচ্ছেন। অথচ এদের কারণেই সম্ভাবনাময় প্রকৃত নতুন লেখকরাও প্রকাশক এবং পাঠক থেকে বঞ্চিত হচ্ছেন। সম্ভাবনাময় তরুণ কোনো লেখক যখন কোনো প্রকাশকের কাছে যাচ্ছেন, তখন তার কাছেও বই ছেপে দেওয়ার জন্য টাকা দাবি করা হচ্ছে।

ভুগছেন সত্যিকারের প্রকাশকরাও। একজন প্রকাশক পাণ্ডুলিপি বাছাই করে, নিজে অনেক যত্ন নিয়ে বই প্রকাশ করে যে সম্মান আশা করছেন, আরেক মুদ্রক টাকার বিনিময়ে যা তা বই প্রকাশ করে একই পরিচয়ে পরিচিত হওয়া শুরু করেছেন। প্রকাশককে অপেক্ষা করতে হচ্ছে বই বিক্রির পর বিনিয়োগ তুলে নিবেন, অথচ মুদ্রণ-ফড়িয়ারা বই প্রকাশের আগেই বিনা বিনিয়োগে মুনাফা গুনে বসে থাকেন।

এই মুদ্রণ-ফড়িয়াদের আধিপত্যে প্রকৃত প্রকাশক বড় স্টলের জায়গা পাচ্ছেন না, নিজের বিনিয়োগে মুনাফা করতে পারছেন না এবং এই দুষ্টচক্রে পড়ে ক্রমেই কোনঠাসা হয়ে পড়ছেন। এদের হতাশা দেখে নতুন করে কেউ এই ব্যবসায় আসারও উৎসাহ পাচ্ছে না। তাই সময় হয়েছে এই প্রবণতা বন্ধ করার। আর এই বন্ধ করাটা তখনই সম্ভব হবে যখন সত্যিকারের প্রকাশকদেরকে মেলায় আরও বেশি জড়ানো যাবে এবং দায়দায়িত্ব নিতে বাধ্য করা যাবে।

বই মেলা নিয়ে বড় আকারের পরিকল্পনা করতে হলে সবাইকে সম্পৃক্ত করতে হবে। শিক্ষার হার, অর্থনৈতিক অবস্থা সব মিলিয়ে বাংলাদেশে বইয়ের বাজারে বিশাল সম্ভাবনা থাকার কথা। কিন্তু দেশের অন্যান্য অনেক শিল্পে যেভাবে পেশাদারিত্ব এসেছে, প্রকাশনা শিল্পে তেমনভাবে আসেনি। এই খাত দুর্বলই রয়ে গেছে। এর পেছনে বাংলা একাডেমীর বার্ষিক এই বই মেলার দায় কতটুকু সেটাও বিজ্ঞজনরা ভেবে দেখতে পারেন।

বাংলা একাডেমী বই বিক্রির একটি বার্ষিক আয়োজন করে দেয়, অনেকটাই মুখে তুলে খাইয়ে দেওয়ার মতো। আর প্রকাশকরা মাত্র এক মাসে তাদের সারা বছরের ব্যবসা এখান থেকে করে ফেলেন। আমরা অল্পে সন্তুষ্ট জাতি, আর আমাদের প্রকাশকদের অল্পতুষ্টি তো আরও বেশি। বই মেলার এই সহজ প্রাপ্তিতে তারা আর বাকি ১১ মাস বাংলাদেশে বই ছড়িয়ে দিতে খুব বেশি আগ্রহী হন না। এটাও কোনো সুখের বিষয় নয়।

সব মিলিয়ে অমর একুশের এই বই মেলা নিয়ে নতুন করে ভাবা এখন খুবই প্রয়োজন। একটি দেশের মনন গঠনে বইয়ের বিকল্প নেই। আর তাই বইয়ের বিপননসহ সব কিছুতেই আরও বেশি পেশাদারিত্ব নিয়ে আসতে হবে। এই পেশাদারিত্ব বাংলা একাডেমীর প্রাঙ্গনে সম্ভব হবে না। আর তাই বই মেলার স্বার্থেই এখন জোরের সঙ্গে বলতে হচ্ছে– আরও বড় আকারে, বড় ম্যানেজমেন্টে বই মেলা চাই।

বাংলা একাডেমীর ঘিঞ্জি বই মেলা আর চাই না।