Pic-02-500x400সাংবাদিক ও আলোকচিত্রী।
জন্ম ১৯৭৬ সালের ১ ডিসেম্বর, টাঙ্গাইলে। সাংবাদিক জীবনের শুরু ১৯৯৬ সালে, ভোরের কাগজের মাধ্যমে। তথ্যপ্রযুক্তি বিষয়ক সাংবাদিকতার সঙ্গে যুক্ত ২০০১ সাল থেকে। বর্তমানে বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কম-এর প্রযুক্তি সম্পাদক।
তথ্যপ্রযুক্তি বিষয়ক সাংবাদিকতার পাশাপাশি তিনি ডকুমেন্টারি ফটোগ্রাফার হিসেবে কাজ করছেন ২০০৫ সাল থেকে। বর্তমানে সিপা প্রেস এবং জেপলাঁ ইমেজেস নামে দুটি ফরাসী আলোকচিত্র সংস্থার সঙ্গে যুক্ত আছেন। তার আলোকচিত্র প্রকাশিত হয়েছে দি গার্ডিয়ান ও ইউএসএ টুডেসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রকাশনায়।