Ritu-pমোশাহিদা সুলতানা ঋতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেসন সিস্টেমস ডিপার্টমেন্ট এর অর্থনীতির সহকারী অধ্যাপক | ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও উনি এর আগে পড়িয়েছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে| তিনি ঢাকায় জন্মগ্রহণ করেছেন এবং পড়াশুনা করেছেন তুরস্কে ও যুক্তরাষ্ট্রে| মোশাহিদা তুরস্কের মিডেল ইস্ট টেকনিকাল ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে অনার্স ডিগ্রী লাভ করার পর অর্থনীতিতে মাস্টার্স করেছেন যুক্তরাষ্ট্রের নর্থইস্টার্ন ইউনিভার্সিটি থেকে | পরবর্তীতে লেখক ম্যাসাচুসেট্স ইন্সটিউট অফ টেকনোলজি থেকে ইন্টারন্যাসনাল ডেভেলপমেন্ট এ দ্বিতীয় মাস্টার্স ডিগ্রী লাভ করেন | দীর্ঘ দশ বছর দেশের বাইরে পড়াশুনা শেষ করে শিক্ষকতা পেশায় আছেন ২০০৬ সন থেকে| রাজনৈতিক অর্থনীতি, সেবাখাত বেসরকারিকরণ, অভিবাসন, বিশ্বায়ন, শ্রমিক অধিকার, ও জলবায়ু পরিবর্তনের অর্থনৈতিক রাজনীতি নিয়ে লেখকের গবেষণা কর্ম প্রকাশিত হয়েছে দেশী বিদেশী জার্নালে | তিনি বিডি নিউজে নিয়মিত মতামত বিশ্লেষণ লেখার পাশাপাশি লিখেছেন প্রথম আলো, বনিক বার্তা, সমকাল, ইত্তেফাক, নিউ এজ, এবং নিউ ইয়র্ক টাইমসে । শিক্ষকতা ও গবেষণার পাশাপাশি বিভিন্ন সাংগঠনিক কাজের সাথে তিনি যুক্ত আছেন| জাগরী নামে একটি স্বেচ্ছাব্রতী তরুণ সমাজের সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য| তিনি ন্যাশনাল এনার্জি এন্ড ওয়াটার কনজুমার ফোরামের প্রতিষ্ঠাতা সদস্য ও সম্পাদক|